তোর নাম সিনেমার কথা মনে আছে? বাংলা সিনেমার অন্যতম সেরা লাভ স্টোরি ছিল ২০১২ সালের এই সিনেমা। নায়ক-নায়িকা দুজনেই ছিলেন আনকোরা নতুন। রাজু এবং স্বপ্নার জুটিটা হয়েছিল দর্শকদের চোখের মণি। এই সিনেমার নায়ক-নায়িকারা এখন কোথায়? কেমন দেখতে হয়েছে তাদের দেখুন।
রাজু এবং স্বপ্না, এই দুই চরিত্রে অভিনয় করেছিলেন গৌরভ বাজাজ এবং সাথী দীক্ষিত। এরা দুজনেই মুম্বাইয়ের নায়ক এবং নায়িকা। বাংলা সিনেমাতে দুর্দান্ত অভিনয় করে নজর কেড়েছিলেন গৌরভ এবং সাথী। এই সিনেমাতে ছিলেন টলিউডের তাবড় তাবড় তারকারা। ভিক্টর ব্যানার্জী, মিঠু চক্রবর্তী, সুমন ব্যানার্জী, সব্যসাচী চক্রবর্তী, বিশ্বনাথ বসু খরাজ মুখার্জীসহ অনেকেই ছিলেন এই সিনেমায়।
গৌরভ এরপর বেশ কিছু হিন্দি ছবি এবং সিরিয়ালে অভিনয় করেন। আর সাথী ছিলেন মূলত তেলেগু ও তামিল সিনেমার নায়িকা। দক্ষিণের একাধিক সিনেমাতে অভিনয় করেছিলেন তিনি। তবে তাদের ঝুলিতে বাংলা সিনেমা রয়েছে কেবল একটিই, তোর নাম। এরপর আর কখনও কোনও বাংলা সিনেমাতে অভিনয় করেননি দুজনে। গৌরভ ২০১৩ সালের হিন্দি সিরিয়াল ‘ইয়ে হে আশিকি’তেও ছিলেন।
আরও পড়ুন : চেনা-পরিচয় নেই! সঞ্জয় দত্তকে ৭২ কোটি টাকার সম্পত্তি দান করলেন এক মহিলা
আরও পড়ুন : নেই পদবী, মেয়ের মুসলিম নাম কেন রেখেছেন সুদীপ্তা চক্রবর্তী? উত্তর দিলেন অভিনেত্রী
অন্যদিকে দক্ষিণী অভিনেত্রী সাথীর ঝুলিতেও কাজের সংখ্যা খুবই কম। সাথীকে শেষবার ২০২১ সালে দেভ্যম নামের একটি তেলেগু সিনেমাতে অভিনয় করতে দেখা গিয়েছিল। আর টিভিতে ২০২০ সালে তেলেগু বিগ বস সিজন ৪ তে দেখা গিয়েছিল তাকে। এরপর বিগত কয়েক বছরে আর ক্যামেরার সামনে আসেননি অভিনেত্রী।