বহু বছর পর ফিরছেন স্টার জলসার এই জনপ্রিয় নায়িকা, দিলেন দারুণ এক সুখবর

ইষ্টিকুটুমের বাহমণিকে মনে আছে? স্টার জলসার অতি জনপ্রিয় এই সিরিয়ালের সেই আদিবাসী নায়িকা বাহাকে আজ এত বছর পরেও ভুলতে পারেননি বাংলা সিরিয়ালের দর্শকরা। সিরিয়াল চলতে চলতে মাঝপথেই হঠাৎ অভিনয় ছেড়ে দেন বাহামণি ওরফে রণিতা দাস। তারপর আর ফিরে আসেননি অভিনয় দুনিয়ায়। শুধু ইষ্টি কুটুম নয়, ধন্যি মেয়ে সিরিয়ালের সুবাদেও তিনি খুব জনপ্রিয়তা পেয়েছিলেন। এত বছর বাদে আবার ক্যামেরার সামনে ফিরবেন রণিতা। সম্প্রতি এই সুখবর দিলেন অভিনেত্রী।

ইষ্টিকুটুমের পর আবার ক্যামেরার সামনে ফিরবেন রণিতা

ইষ্টি কুটুম ছাড়ার পর আর কোনদিনও সিরিয়ালে অভিনয় করেননি রণিতা। ভাগ্য পরীক্ষা করতে পা রেখেছিলেন টলিউডে। বেশ কিছু সিনেমাতেও কাজ করেছিলেন তিনি। কিন্তু তার সেসব সিনেমা বক্স অফিসে একদম চলেনি। তার ব্যক্তিগত জীবন নিয়েও ব্যাপক চর্চা চলেছে। ধন্যি মেয়ে সিরিয়ালের সহ অভিনেতা সৌপ্তিক চক্রবর্তীর সঙ্গে গত বছরই বিচ্ছেদ হয়েছিল তার। কিন্তু এখন শোনা যাচ্ছে প্রাক্তন প্রেমিকের নতুন একটি সিনেমার হাত ধরেই নাকি আবার পর্দায় ফিরছেন রণিতা।

Ranieeta Dash

আসছে নতুন সিনেমা

সৌপ্তিক চক্রবর্তীর নতুন সিনেমা ‘দেবী’তে অভিনয় করবেন রণিতা। এই খবর পেয়ে খুবই খুশি হয়েছেন অভিনেত্রীর ভক্তরা। সেই সঙ্গে নেট নাগরিকরা মনে করছেন হয়তো বা পুরনো প্রেমিকের সঙ্গে আবার ভাঙ্গা সম্পর্ক জোড়া লেগেছে নায়িকার। যদিও এই ব্যাপারে এখনও মুখ খোলেননি দুজনে। আপাতত দুজনেই তাদের আগামী প্রজেক্টের কাজে ব্যস্ত। এতদিন ক্যামেরার সামনে না থাকলেও সোশ্যাল মিডিয়াতে কিন্তু ভালই সক্রিয় ছিলেন রণিতা। শুধু সিনেমা নন, তার ভক্তরা আগামীদিনে তাকে নতুন সিরিয়ালেও দেখতে চান।

আরও পড়ুন : নেই পদবী, মেয়ের মুসলিম নাম কেন রেখেছেন সুদীপ্তা চক্রবর্তী? উত্তর দিলেন অভিনেত্রী

Ranieeta Dash

আরও পড়ুন : নতুন বউয়ের ঘোমটার আড়ালে লুকিয়ে প্রেতাত্মা! আসছে ভয়ংকর ভূতের সিরিয়াল

কেন আর সিরিয়ালে দেখা গেল না রণিতাকে?

ইষ্টিকুটুম চলার সময় মাঝপথেই হঠাৎ সিরিয়ালটি ছেড়ে দেন রণিতা। অভিনেত্রী বলেছিলেন ওই সময় তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, বাহা চরিত্রের এত সাফল্য রণিতার মাথা ঘুরিয়ে দিয়েছিল। নিজেকে অনেক বড় স্টার ভাবতে শুরু করেছিলেন তিনি। তাই একপ্রকার জেদের বশেই তিনি সিরিয়ালটি ছেড়ে দেন। যদিও রণিতা বলেন ওই সময় তিনি খুব অসুস্থ হয়ে পড়েন। তার ওজন অনেকটাই বেড়ে গিয়েছিল। মেরুদন্ডের প্রচণ্ড ব্যথায় ভুগতেন তিনি। কিন্তু জল্পনা যাই হোক না কেন, রণিতাকে কিন্তু এর পরে আর কখনও কোনও সিরিয়ালেই দেখা যায়নি।