তলানিতে টিআরপি, নতুন সিরিয়ালকে জায়গা দিতে জনপ্রিয় এই সিরিয়ালকে সরাচ্ছে স্টার জলসা

বাংলা টেলিভিশনে নতুন নতুন সিরিয়ালের আসা-যাওয়া লেগেই আছে। আগে যেখানে একটি সিরিয়াল দীর্ঘদিন ধরে চলতো, বছরের পর বছর সগর্বে পার করত, এখন সেই জায়গায় বেশিরভাগ সিরিয়ালের মেয়াদ হচ্ছে মাত্র কয়েক মাস। টিআরপিতে পিছিয়ে পড়লেই সেই সিরিয়াল বন্ধ করে দিতে দুবার ভাবছেনা স্টার জলসা কিংবা জি বাংলার মত চ্যানেলগুলো। এবার যেমন স্টার জলসা নতুন একটি সিরিয়ালকে জায়গা দিতে প্রাইম টাইমের একটি সিরিয়ালকে সরাবে বলে শোনা যাচ্ছে।

টিআরপিতে পিছিয়ে পড়ছে স্টার জলসার সিরিয়াল

এই মুহূর্তে টিআরপি তালিকা বিচার করলে দেখা যাবে স্টার জলসার বেশকিছু সিরিয়াল প্রতিপক্ষ জি বাংলার কাছে মার খাচ্ছে। প্রত্যেক সপ্তাহেই টিআরপির বিচারে ক্রমাগত জি বাংলার থেকে পিছিয়ে থাকছে স্টার জলসার বেশ কিছু সিরিয়াল। এদিকে আবার স্টার জলসার হাতে রয়েছে বেশ কিছু নতুন সিরিয়াল। তাদেরও জায়গা করে দিতে হবে। প্রাইম টাইমে তাই যাদের স্লট দুর্বল তাদের সরিয়ে সেই জায়গায় নতুন সিরিয়াল আনার সিদ্ধান্ত হল।

Parashuram Ajker Nayok

আসছে নতুন সিরিয়াল

ইতিমধ্যেই ‘পরশুরাম আজকের নায়ক’ সিরিয়ালের প্রোমো দেখেছেন দর্শকরা। ইন্দ্রজিৎ বসু এবং তৃণা সাহার এই সিরিয়ালটি নিঃসন্দেহে স্টার জলসার টিআরপি ফিরিয়ে দেবে। যে স্লটেই দেওয়া হোক না কেন, ব্লুজ প্রোডাকশনের এই সিরিয়ালটি দর্শক টানবেই। তাই আপাতত রাত আটটার সময় এই সিরিয়ালটিকে দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। এই মুহূর্তে বেঙ্গল টপার জি বাংলার পরিণীতা। তার বিপরীতে স্টার জলসার উড়ান প্রতি সপ্তাহেই স্লট হারাচ্ছে।

আরও পড়ুন : লাগবে না নায়ক-নায়িকা, AI দিয়ে শুটিং হচ্ছে সিরিয়ালে, মাথায় হাত অভিনেতাদের

Parashuram Ajker Nayok

আরও পড়ুন : নায়িকা বদলানোই কাল হল! ৫ মাসেই বন্ধের মুখে এই জনপ্রিয় মেগা সিরিয়াল

দর্শকদের অনুমান, পরশুরামকে রাত আটটার স্লটেই আনার পরিকল্পনা করছে স্টার জলসা। বেঙ্গল টপার পরিণীতাকে সরাতে হলে সেই জায়গাতে ভালো কোনও সিরিয়াল আনতে হবে স্টার জলসাকে। উড়ানকে দিয়ে হচ্ছে না। কাজেই এই সিরিয়ালের স্লটটাই যে নেওয়া হবে তা একপ্রকার নিশ্চিত। তবে নতুন সিরিয়ালকে জায়গা দেওয়ার জন্য পরশুরাম চিরতরে বন্ধ হবে নাকি আপাতত শুধু স্লট পরিবর্তন হবে সেটা এখনো জানা যায়নি।