লাগবে না নায়ক-নায়িকা, AI দিয়ে শুটিং হচ্ছে সিরিয়ালে, মাথায় হাত অভিনেতাদের

একবিংশ শতাব্দীর সবথেকে আশ্চর্যজনক এবং শক্তিশালী আবিষ্কার হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। গত কয়েক বছরে AI কার্যত গোটা বিশ্বে শোরগোল ফেলে দিয়েছে। মানুষের অনেক কাজ সহজ করে দিয়েছে। আবার বহু ক্ষেত্রে মানুষের কাজ কেড়েও নিয়েছে। AI নিয়ে বর্তমানে বেশ চাপে রয়েছেন সিরিয়ালের অভিনেতা এবং অভিনেত্রীরা। বিভিন্ন সিরিয়ালের সেটে চলছে AI শুটিং। এমনকি নায়ক-নায়িকাও লাগছে না, অভিনেতাদের বদলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়েই চলছে কাজ।

কোন সিরিয়ালের সেটে চলছে AI শুটিং?

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে গ্ল্যামার দুনিয়াতে অনেক কিছুরই পরিবর্তন হচ্ছে ভেতর ভেতর। ফ্যাশন থেকে বিজ্ঞাপন, সবেতেই এখন এ আই এর রমরমা। কিন্তু এত তাড়াতাড়ি যে এআই সিরিয়াল ইন্ডাস্ট্রিতে ঢুকে যাবে এমনটা আশা করেননি কেউ। জি টিভির ‘হামারা পরিবার’ সিরিয়ালে; এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে কাজ এগোচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করাতে এই সিরিয়ালের সেটের কাজকর্ম প্রায় বদলে গিয়েছে।

Hamara Parivar

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কীভাবে হচ্ছে শুটিং?

জিন্দাবাদ স্টুডিওর কর্ণধার শতরূপা দাস সংবাদমাধ্যমকে জানিয়েছেন আর পাঁচটা সিরিয়ালের তুলনায় তার এই প্রোডাকশন হাউজের সিরিয়ালের শুটিং হচ্ছে অন্যরকম ভাবে। লাইট ক্যামেরা নিয়ে ঘন্টার পর ঘন্টা কাজ হয় না এখন। অভিনেতাদের অভিব্যক্তিও সঙ্গে সঙ্গে বদলাতে হয় না। এমনকি একশন দৃশ্যের শুটিং হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে। অভিনেতাদের দরকারই পড়ছে না।

শুধু তাই নয়, বহু নামিদামি ব্যক্তিত্ব এবং ঐতিহাসিক চরিত্রদের পর্দায় তুলে ধরা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তাকে হাতিয়ার করে। এক্ষেত্রেও অভিনেতাদের খুব বেশি পরিশ্রম করতে হচ্ছে না। এর ফলে চিন্তার ভাঁজ পড়েছে কলা কুশলীদের কপালে। তবে শতরূপা দাসের কথায় মানুষের অভিনয় দক্ষতা যা ছিল সেটাই তো থাকবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের দক্ষতা কেড়ে নিতে পারবে না।

আরও পড়ুন : নায়িকা বদলানোই কাল হল! ৫ মাসেই বন্ধের মুখে এই জনপ্রিয় মেগা সিরিয়াল

Hamara Parivar

আরও পড়ুন : ১২ বছর পর ফিরছে TRP টপার জুটি! স্টার জলসার ভক্তদের জন্য দারুণ সুখবর

কী বলছেন দর্শকরা?

হাজারো একঘেয়েমির ভিড়ে একটু আধটু নতুনত্বের স্বাদ পেতে কার না ভালোলাগে? কাজেই কৃত্তিম বুদ্ধিমত্তার ব্যবহারে দর্শকরা কিন্তু বেশ আগ্রহ দেখাচ্ছেন সিরিয়ালটির প্রতি। হিন্দি বেল্টের দর্শকদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এই এআই এর ব্যবহার। খুব শিগগিরই বাংলাতেও নাকি এভাবেই শুটিং শুরু হবে। শতরূপা শীঘ্রই কলকাতায় আসবেন এবং বাংলা সিরিয়ালেও এআই দিয়ে কাজ শুরু করবেন।