একের পর এক পুরনো জুটিদের ফিরিয়ে আনছে স্টার জলসা। কনক-সাত্যকি, কাজু-নীল, উষসী-নিখিলের পর এবার বিষ্টু ও লক্ষ্মী, বহু বছর পর আবার দর্শকদের সামনে ফেরানো হচ্ছে স্টার জলসার হিট জুটিদের। এসভিএফের প্রযোজনায় স্টার জলসায় এসেছিল সংসার সুখের হয় রমনীর গুনে সিরিয়ালটি। এই সিরিয়ালের নায়ক ও নায়িকা অর্থাৎ বিষ্টু এবং লক্ষ্মীকে দর্শকরা আজও ভুলতে পারেননি। এত বছর বাদেও বিষ্টু-লক্ষ্মী জুটি দর্শকদের মনের মণিকোঠায় থেকে গিয়েছে। ভক্তদের জন্য তাই আবার স্টার জলসায় ফিরছে বিষ্টু এবং লক্ষ্মী।
গ্রামের মেয়ে লক্ষ্মীর সাথে বিষ্টুর জোর করে বিয়ে দিয়ে দেয় তার পরিবার। প্রথম প্রথম বউকে একেবারেই সহ্য করতে পারতো না বিষ্টু। তাদের মধ্যে খুনসুটি দেখে দর্শকরা হেসে গড়াতেন। কিন্তু এভাবেই একদিন একে অপরের প্রেমে পড়ে যায় তারা। পরিবারের সব বিপদে একে অপরের পাশে থেকে সমাধান করে। এই অন্যরকম প্রেমের গল্প বহু বছর আগেই শেষ হয়েছে। তবুও কোথাও যেন এই গল্প দর্শকদের মনে দাগ কেটে গিয়েছে। তাই স্টার জলসা আবারও ফিরিয়ে আনছে বিষ্টু এবং লক্ষ্মীকে। লক্ষ্মীর চরিত্রে অভিনয় করেছিলেন বিজয়লক্ষ্মী চ্যাটার্জী এবং বিষ্টুর চরিত্রে অভিনয় করেন শুকদীপ ঘোষ।
আরও পড়ুন : নায়িকা বদলানোই কাল হল! ৫ মাসেই বন্ধের মুখে এই জনপ্রিয় মেগা সিরিয়াল
আরও পড়ুন : হয়ে গেল অন্তিম শুটিং! ৫ মাসেই বন্ধের মুখে জি বাংলার এই মেগা সিরিয়াল
বিজয়লক্ষ্মীকে শেষবার স্টার জলসার চিনি সিরিয়ালে অভিনয় করতে দেখা গিয়েছিল। যদিও সেই সিরিয়ালটি খুব বেশিদিন চলেনি। এবার বিজয় লক্ষ্মী আবারও শুকদীপের সঙ্গেই জুটি বেঁধে স্টার জলসায় ফিরছেন। তবে না, নতুন কোনও সিরিয়াল নয়। প্রায় ১৫ বছর আগের সেই মেগা হিট সংসার সুখের হয় রমনীর গুণেই আবার ফিরছে। বর্তমানে স্টার জলসায় পুরোনো দিনের জনপ্রিয় সিরিয়ালগুলোর পুনঃ সম্প্রচার চলছে দুপুরে। বিষ্টু এবং লক্ষ্মীকেও আরও একবার ফিরিয়ে আনা হলো। দেখতে হলে চোখ রাখুন শুধু স্টার জলসায়।