পদবী নেই, কেন মুসলিম নামে মেয়ের নাম রেখেছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী? চরম সমালোচনার মুখে পড়লেন লাখ টাকার লক্ষ্মীলাভ সঞ্চালিকা। সুদীপ্তা চক্রবর্তীর একমাত্র মেয়ের নাম শাহিদা নীরা। মায়ের পদবী চক্রবর্তী, বাবার নাম অভিষেক সাহা। তাহলে কেন মেয়ের এমন নাম রাখলেন সুদীপ্তা? কেনই বা মেয়ের নামের পাশে পদবী রাখলেন না?
সুদীপ্তা চক্রবর্তীর স্বামীর নাম অভিষেক সাহা। মেয়ের নামের পাশে পদবী ব্যবহার করেন না বলে অনেকেই মনে করেন হয়তো বা সুদীপ্তা তার স্বামীর সঙ্গে থাকেন না। কিন্তু এটা সম্পূর্ণ ভুল। স্বামী এবং মেয়েকে নিয়ে খুবই সুখের সংসার সুদীপ্তার। তবে তাদের মানসিকতা একটু অন্য ধরনের। ২০১১ সালে পরিচালক অভিষেককে বিয়ে করেন সুদীপ্ত। ২০১৫ সালে মেয়ের জন্ম দেন তিনি। তবে মেয়ের জন্মের পর থেকেই নামকরণকে কেন্দ্র করে নানাভাবে কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাদের।
কেউ বলেছেন, “তোমার মেয়ে বিদেশে যেতে পারবে না।” কে বলেছেন, “যখন বড় হবে তখন দেশের অবস্থা আরো খারাপ হবে কেন ওর মুসলিম নাম রেখেছো?” তবে এসব কথায় গুরুত্ব দেন না সুদীপ্তা কিংবা তার স্বামী। একইভাবে শাহিদাও কিন্তু তার এই নামটা খুবই পছন্দ করে। আর পাঁচজনের থেকে একেবারেই আলাদা তার নাম। তাই এই ব্যাপারটা সে খুবই পছন্দ করে।
আরও পড়ুন : বিয়ের পিঁড়িতে বসছেন ‘মিঠাই’য়ের তোর্সা! পাত্র টলিউডের এই জনপ্রিয় অভিনেতা
আরও পড়ুন : ৬ বছরের ছোট বান্ধবীর ছেলেকে বিয়ে! বিদীপ্তা চক্রবর্তীর জীবন সিনেমার থেকে কম নয়
এর উত্তরে অভিনেত্রী বলেছেন তিনি চান না তার মেয়ে বাবা ও মায়ের পদবীতে আটকে থাকুক। তবে বড় হয়ে শাহিদা চাইলে বাবা কিংবা মায়ের পদবী ব্যবহার করতেই পারেন। অভিনেত্রীর কথায় তার মেয়ে বড় মনের মানুষ। মেয়েকে তিনি সেভাবেই মানুষ করছেন। তিনি একা নন, তার মেয়ের বড় হয়ে ওঠার পেছনে তার স্বামী অভিষেকের ও ঠিক ততটাই অবদান যতটা তার। মেয়ে যেন আজীবন এতটাই বড় মন এবং দায়িত্ববোধ নিয়ে চলতে পারে, এটাই তার কামনা।