ছিটকে গেল অংকনা-দিবাকর! সারেগামাপার গ্র্যান্ড ফিনালের ১০ ফাইনালিস্ট কারা?

হাতে আর খুব বেশি দেরি নেই। গ্র্যান্ড ফিনালের দিকে এগোচ্ছে সারেগামাপা ২০২৪। ইতিমধ্যেই গ্র্যান্ড ফিনালের শুটিং হয়ে গিয়েছে। বেছে নেওয়া হয়েছে সেরার সেরা চ্যাম্পিয়নকে। একজন নয়, এই দফায় দুজন চ্যাম্পিয়ন হয়েছেন সারেগামাপার মঞ্চ থেকে। যদিও এখনও সেমিফাইনালের সম্প্রচার হয়নি। কিন্তু গ্র্যান্ড ফিনালে নিয়ে একটার পর একটা আপডেট উঠে আসছে। জানেন কি সারেগামাপার এই সিজনে ১০ জন ফাইনালিস্টদের মধ্যে জায়গা পেলেন কারা?

সারেগামাপার গ্র্যান্ড ফিনালে থেকে বাদ পড়লেন কারা?

ইতিমধ্যেই গ্র্যান্ড ফিনালের শুটিং হয়েছে। গত ৪ঠা ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মহাসমারোহে শেষ প্রতিযোগিতার আয়োজন হয়েছিল। ফাইনাল রাউন্ডে ওঠার আগেই ছিটকে গিয়েছেন বেশ কয়েকজন। এদের মধ্যে রয়েছেন বনশ্রী বিশ্বাস, অঙ্কনা, দিবাকর। ফাইনাল রাউন্ডে ওঠার আগেই শেষ হয়েছে তাদের যাত্রা।

 SaReGaMaPa 2024

কারা উঠলেন সারেগামাপার ফাইনালে?

এই তালিকার শুরুতেই নাম বলতে হবে অনীক এবং অতনুর। প্রথম থেকেই এই দুই খুদের গানে মুগ্ধ হয়েছেন বিচারক থেকে দর্শকরা। এছাড়াও রয়েছেন দেয়াশিনী রায়। সারেগামাপার চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার তিনি। এছাড়াও রয়েছেন বাঁকুড়ার আরাত্রিকা। রয়েছেন ময়ূরীও। সেই সঙ্গে ঐশী এবং সৃজিতাও জায়গা পেয়েছেন সেরা দশের মধ্যে। ফাইনালের আর যারা যারা জায়গা পেয়েছেন তারা হলেন সাঁই, সত্যজিৎ ও আরিয়ান।

আরও পড়ুন : স্লট লিডার হয়েও রক্ষে নেই! ৫ মাসেই বন্ধের মুখে স্টার জলসার এই সিরিয়াল

 SaReGaMaPa 2024

আরও পড়ুন : ১২ বছর পর ফিরছে TRP টপার জুটি! স্টার জলসার ভক্তদের জন্য দারুণ সুখবর

সারেগামাপা চ্যাম্পিয়ন হবেন কে?

সারেগামাপার চ্যাম্পিয়ন কে হবেন সেই খবর এরই মধ্যে সোশ্যাল মিডিয়াতে পাস করে দিয়েছেন সৌম্য চক্রবর্তী। যদিও প্রবল বিতর্কের মুখে পড়ে শেষ পর্যন্ত নিজের পোস্ট ডিলিট করতে বাধ্য হয়েছেন তিনি। সারেগামাপার বিজয়ী হিসেবে তিনি দুজনের নাম নিয়েছিলেন। অর্থাৎ এই দফায় দুজন চ্যাম্পিয়ন হবেন। তাই নেট নাগরিকদের মধ্যে অনেকেই জেনে গিয়েছেন সেই নাম দুটি। আর যারা জানেন না তাদের জন্য না হয় গ্র্যান্ড ফিনালের ফলাফলের সাসপেন্সটুকু বজায় থাক। নয়তো আর গ্র্যান্ড ফিনালের পুরো মজাটা উপভোগ করবেন কীভাবে?