স্লট লিডার হয়েও রক্ষে নেই। এবার নাকি বন্ধের মুখে স্টার জলসার অন্যতম জনপ্রিয় এক সিরিয়াল। নতুন সিরিয়াল আসছে খুব শিগগিরই। সেই নতুন সিরিয়ালকে জায়গা করে দিতে একাধিক সিরিয়ালের ঘাড়ে কোপ বসবে বলেই শোনা যাচ্ছে। কারও বদলাবে স্লট, কোনও সিরিয়াল আবার পাকাপাকিভাবে বন্ধ হওয়ার মুখে। এবার যেমন শোনা যাচ্ছে নতুন সিরিয়াল পরশুরামকে জায়গা করে দিতে নাকি ৫ মাসেই বন্ধ হয়ে যাবে স্লট লিডার সিরিয়াল।
বন্ধের মুখে স্টার জলসার এই জনপ্রিয় সিরিয়াল
ইতিমধ্যেই স্টার জলসাতে ‘পরশুরাম আজকের নায়ক’ সিরিয়ালের প্রোমো শেয়ার করা হয়েছে। যদিও এই সিরিয়ালের স্লট ঘোষণা হয়নি। তবে অনুমান করা হচ্ছে প্রাইম টাইমে রাতের দিকেই নতুন এই সিরিয়ালটি স্লট পাবে। আর তার জন্য নাকি পাঁচ মাসেই বন্ধ হয়ে যাচ্ছে দুই শালিক। স্টার জলসার এই সিরিয়ালটি টিআরপির দিক থেকে বেশ ভালোই সাড়া পাচ্ছে। প্রত্যেক সপ্তাহেই স্লট লিডার হয় দুই শালিক। কিন্তু তাও কেন বন্ধ করার কথা ভাবা হচ্ছে এই সিরিয়াল?
স্লট লিডার সিরিয়ালকেও কেন বন্ধের কথা ভাবা হচ্ছে?
আসলে কানাঘুষোতে শোনা যাচ্ছে স্টার জলসাতে খুব শীঘ্রই একাধিক নতুন সিরিয়াল শুরু হবে। আপাতত পরশুরাম জায়গা পাবে রাত আটটা কিংবা সাড়ে আটটার সময়। এই দুটি সময় যে সিরিয়ালগুলো চলছে চ্যানেল এখনই সেই সিরিয়ালগুলো বন্ধের কথা ভাববে না। এমন ক্ষেত্রে বারবার দেখা গিয়েছে প্রাইম টাইমের সিরিয়ালের স্লট পরিবর্তন হয়েছে। কাজেই উড়ান হোক কিংবা রোশনাই, দুটি সিরিয়াল এই মুহূর্তে বন্ধের পর্যায়ে নেই। স্লট বদল হলে এর মধ্যেই একটিকে পাঠানো হতে পারে বিকেল সাড়ে পাঁচটার সময়।
আরও পড়ুন : সিনেমাকেও হার মানাবে! স্টার জলসার নতুন সিরিয়ালের দুর্ধর্ষ প্রোমো দেখলে তাক লেগে যাবে
আরও পড়ুন : আসছে ‘চিরদিনই তুমি যে আমার’! রইল জি বাংলার নতুন সিরিয়ালের প্রোমো
দর্শকদের বক্তব্য কী?
দুই শালিক বন্ধ হওয়ার গুঞ্জন শুনে রীতিমত ফুঁসছেন দর্শকরা। তারা কোনমতেই মেনে নিতে পারছেন না এত ভাল একটি সিরিয়াল, যেটা প্রত্যেক সপ্তাহেই স্লট লিডার হচ্ছে, বিপরীতে জি বাংলার অমর সঙ্গীকে পেছনে ফেলে দিচ্ছে, সেটা এইভাবে এত তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হবে। যদিও চ্যানেলের তরফ থেকে যেহেতু এখনো দুই শালিক বন্ধ করা নিয়ে কোনও কিছু জানানো হয়নি, তাই দর্শকরা কিছুটা নিশ্চিন্ত। অনেকে বলছেন দুই শালিককে সরিয়ে কিংবা বন্ধ করে সেই জায়গায় অন্য কোন সিরিয়াল আনার ভুল করবে না স্টার জলসা। কেউ কেউ আবার শুভ বিবাহের উদাহরণ দিয়ে বলছেন স্টার জলসা যেভাবে স্লট লিডার শুভ বিবাহকে সরিয়ে সেই জায়গায় চিরসখাকে এনে মিত্তির বাড়ির কাছে স্লট হারাচ্ছে তাতে এই ভুল আর দ্বিতীয়বার করবে না চ্যানেল।