দুটো বিয়ে বাবার! কী হয়েছিল অমিতাভ বচ্চনের সৎ মায়ের?

দুটো বিয়ে বাবার। অমিতাভ বচ্চনের বাবা হরিবংশ রাই বচ্চনের দ্বিতীয় স্ত্রী ছিলেন অমিতাভের মা তেজী বচ্চন। অমিতাভের সৎ মায়ের কী হয়েছিল জানেন? সম্প্রতি বচ্চন পরিবারের এক গোপন কথা ফাঁস করলেন বিগ বি। একবার নয়, দুবার বিয়ে করেছিলেন অমিতাভের বাবা হরিবংশ রাই বচ্চন। কী হয়েছিল তার প্রথম স্ত্রীর সঙ্গে? কেনই বা দুটো বিয়ে করতে হয়েছিল তাকে?

১৯২৬ সালে অমিতাভের বাবা হরিবংশ রাই বচ্চন প্রথম বিয়ে করেন শ্যামা বচ্চনকে। শ্যামাকে খুবই ভালোবাসতেন তিনি। তাদের বিবাহিত জীবন খুব সুখের ছিল। কিন্তু সেই সুখ ছিল ক্ষণস্থায়ী। বিয়ের কয়েক বছরের মধ্যেই টিবি রোগে আক্রান্ত হয়ে শ্যামা বচ্চনের মৃত্যু হয়। অনেক চেষ্টা করেও স্ত্রীকে বাঁচাতে না পেরে ভেঙে পড়েন হরিবংশ। চরম হতাশায় তিনি সেই সময় কবিতা লিখতে শুরু করেন। সেসব কবিতায় তার মনের যন্ত্রণা ফুটে ওঠে।

Amitabh Bachchan Family

অমিতাভ সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই সম্পর্কে বলেছেন, “আমার বাবার প্রথম স্ত্রী মারা গেল। এর পরেই অদ্ভুত এক অবস্থার মধ্যে চলে যান তিনি। হতাশা ক্রমশ গ্রাস করতে থাকে তাঁকে। সেই সময় যে যে কবিতা তিনি লিখেছিলেন সেগুলো বিষাদ মাখা”। হরিবংশ রাই বচ্চন তার আমলের অনেক বড় কবি ছিলেন। তার লেখা কবিতা আজও পছন্দ করেন পাঠকেরা। অমিতাভের মা তেজী বচ্চন যখন তার জীবনে এলেন তখন তার জীবনটাই বদলে গেল।

আরও পড়ুন : অমিতাভ একা নন, এই ১০ বিবাহিত সুপারস্টার ছিলেন রেখার প্রেমিক

Amitabh Bachchan Family

আরও পড়ুন : বিয়ে করেননি, তবুও কার নামে সিঁথিতে সিঁদুর পরতেন লতা মঙ্গেশকর?

প্রথম স্ত্রীকে হারিয়ে যখন চরম হতাশায় ভুগছিলেন হরিবংশ, সেই সময়ই একদিন তেজি বচ্চনের সঙ্গে তার আলাপ হয়। তেজিকে ভালোবেসে ফেলেন হরিবংশ, বিয়েও করেন। তারপর অমিতাভ এবং তার ভাই অজিতাভের জন্ম হয়। বাবা-মায়ের শেষ দিন পর্যন্ত সন্তান হওয়ার সব দায়িত্ব পালন করেছেন অমিতাভ। বৃদ্ধ বয়সে বাবা-মাকে মুম্বাইতে এনে তাদের যত্ন নিয়েছিলেন। সম্প্রতি বচ্চন পরিবারের এই অজানা বিষয় নিয়ে মুখ খুলেছিলেন অমিতাভ।