‘ছিঃ ছিঃ ছিঃ রে ননী’ অতীত, চলে এল এই গানের ফিমেল ভার্সন ‘ছিঃ ছিঃ ছিঃ রে বাবু ছিঃ’। ২০ বছর আগে বানানো ওড়িয়া মিউজিক ভিডিও ‘ছিঃ ছিঃ ছিঃ রে ননী’ এই বছরের শুরু থেকেই ট্রেন্ড করছে সোশ্যাল মিডিয়াতে। সম্প্রতি ইউটিউবে এই গানের একটি ফিমেল ভার্সন এসেছে। সোশ্যাল মিডিয়াতে হু হু করে ছড়াচ্ছে সেই গান। নতুন এই গানটিও এখনও সোশ্যাল মিডিয়ার সেন্সেশন।
সিদ্ধার্থ মিউজিক ইউটিউব চ্যানেলে ১০ দিন আগেই রিলিজ হয়েছে এই উড়িয়া গানের ফিমেল ভার্সন। আসল গানটি মাত্র কয়েক দিনের মধ্যেই কয়েক কোটি ভিউ পেয়েছিল। পিছিয়ে নেই ‘ছিঃ ছিঃ ছিঃ রে বাবু ছিঃ’ও। ভিউজ কাউন্ট হচ্ছে লাখে। গানটি গেয়েছেন অন্তরা চক্রবর্তী। ইউটিউব ছাড়াও স্পটিফাই, জিও সাভন, অ্যাপেল মিউজিক, গানা, ইউটিউব মিউজিক, অ্যামাজন প্রাইম মিউজিক, আইটিউনসের মত প্ল্যাটফর্মে শুনতে পাবেন এই গান।
আরও পড়ুন : ‘ছিঃ ছিঃ ননী ছিঃ’ ভাইরাল গানের নায়ক আসলে কে? এখন তিনি কী করছেন?
‘ছিঃ ছিঃ ছিঃ রে ননী’তে যেমন এক গ্রামের যুবকের ব্যর্থ ভালোবাসার গল্প দেখানো হয়েছিল, এই গানের ফিমেল ভার্সনও গ্রামেরই এক মেয়ের মন ভাঙ্গার গল্প বলবে। তার প্রেমিকের বিয়ে ঠিক হয়েছে অন্য মেয়ের সঙ্গে। হাতেপায়ে ধরেও সেই মেয়ে প্রেমিকের বাবাকে রাজি করাতে পারছে না। সবশেষে যদিও বা বাড়ি থেকে পালিয়ে আসে প্রেমিক, তার বাবা তাদের ধরে ফেলে ও খুন করে। এই গানেও অসম্পূর্ণ থেকে যায় ভালবাসার গল্প। সোশ্যাল মিডিয়ার নতুন ট্রেন্ডিং এই গান আপনি শুনেছেন কি? না শুনলে শুনেন নিন এই প্রতিবেদন থেকে। রইল সেই ভিডিও।