আসছে আরও এক নতুন সিরিয়াল। এবার ভুত হয়ে দর্শকদের হাড়ে হিম ধরাবেন জনপ্রিয় নায়িকা। না, কোনও বাংলা সিরিয়াল নয় এটি। সোনি টিভিতে আসছে আমি ডাকিনি। সিরিয়ালের নাম শুধু নয়, নায়িকাও বাঙালি। সম্প্রতি সোনি টিভির এই নতুন সিরিয়ালের প্রোমো এসেছে প্রকাশ্যে। প্রোমো দেখেই কার্যত রীতিমত ভয় পেতে বাধ্য হবেন। এই সিরিয়ালের নায়িকা বাঙালি। কাজেই জোড়া চমক পেলেন বাংলার দর্শকরা।
নতুন বউয়ের ঘোমটার আড়ালে লুকিয়ে এক অতৃপ্ত প্রেতাত্মা। প্রোমো দেখে অনেকেই মিল পেতে পারেন হালফিলের ব্লকবাস্টার বলিউড সিনেমা স্ত্রীর সঙ্গে। তবে হরর কমেডি গোছের কিন্তু মোটেই নয় এই ধারাবাহিক। একসময় সনি টিভিতে সম্প্রচারিত হত আহট নামের হরর শো, যেটা ভারতের সবথেকে ভয়ংকর ভূতের শোয়ের মধ্যে অন্যতম বলেন দর্শকরা। তবে আমি ডাকিনি নাকি আহটের থেকেও ভয়ংকর হতে চলেছে। এই ধারাবাহিকের নায়িকা শর্মিষ্ঠা আচার্য। তার বিপরীতে থাকবেন রোহিত চান্দেল।
শর্মিষ্ঠাকে জি বাংলার রাজলক্ষ্মী কুরুক্ষেত্রম ধারাবাহিকে দেখেছিলেন দর্শকরা। তারপর সেখান থেকে হারানো সুর সিরিয়ালেও তিনি চান্স পান। এরপর শর্মিষ্ঠা বেশ কিছু হিন্দি সিরিজে কাজ করেন। এই প্রথম কোনও হিন্দি ধারাবাহিকের নায়িকা হিসেবে দেখা যাবে তাকে। শুধু নায়িকা নন, তিনি আবার ভুতনিও! আমি ডাকিনির প্রোমোর ঝলক কিন্তু খুবই পছন্দ করছেন দর্শকরা। প্রোমোর শুরুতেই দেখানো হচ্ছে বিয়ের পর ফুলশয্যার রাতে বর বউয়ের ঘরের দিকে যাচ্ছে। কিন্তু এক প্রবল অস্বস্তি কাজ করছে তার মনে।
আরও পড়ুন : নতুন সিরিয়াল নিয়ে আসছেন শ্রীপর্ণা রায়! বিপরীতে থাকবেন এই জনপ্রিয় নায়ক
আরও পড়ুন : আসছে নতুন সিরিয়াল! নবাগতা নায়িকার সঙ্গে জুটি বেঁধে পর্দায় ফিরবেন জনপ্রিয় অভিনেতা
নায়ক যখন ক্রমশ ঘরের দিকে এগোচ্ছে তখন তার মনে হচ্ছে যেন দুই দিকের দেওয়ালে টাঙানো ছবির সুন্দরী বউয়ের আঁকা ছবি তাকেই লক্ষ্য করছে। ভয়ে ভয়ে এগোতে এগোতে হঠাৎ একটি ছবি থেকে নতুন বউয়ের সাজে ডাকিনি তার সামনে চলে আসে আর প্রশ্ন করে, “তুমি কি আমার বর?” হঠাৎই ভয় পেয়ে নায়ক ঘুম থেকে জেগে উঠে আর দেখে সে তো তার ফুলশয্যার খাটে শুয়ে রয়েছে। তার পাশেই রয়েছে নতুন বউ। নতুন বউ প্রশ্ন করলে নায়ক থতমত খেয়ে বলে সে আর একটা বউয়ের স্বপ্ন দেখছিল! তখন নায়িকা বলে, “স্বপ্নেও ভেব না, এই সিরিয়ালের নায়িকা থাকবো শুধু আমি।” হঠাৎই গ্রামোফোন বাজতে শুরু করে আর দেখা যায় নায়কের বুকে ডাকিনির আঁচড়ের দাগ। এরপরই দেখা যায় ডাকিনি খাটের নিচেই লুকিয়ে রয়েছে। দেখুন সেই ভয় ধরানো প্রোমো।