শুরু হয়ে গিয়েছে ভ্যালেন্টাইন সপ্তাহ। যদি এই বছর বাইরে ঘোরাঘুরি থেকে বাড়িতেই মনের মানুষকে নিয়ে সময় কাটানোর প্ল্যান থাকে তাহলে, আর ইচ্ছে থাকে কিছু রোমান্টিক মুহূর্ত কাটানোর, তাহলে সঙ্গী করতে পারেন এই ৫ ওয়েব সিরিজকে। বিভিন্ন ওয়েব প্ল্যাটফর্মে পেয়ে যাবেন এইসব অসাধারণ কিছু সিরিজ যেগুলো একসঙ্গে বসে দেখলে প্রিয়জনকে আরও কাছাকাছি আনবে। দেখুন এই তালিকাতে কোন কোন সিরিজ রয়েছে।
১. মিসম্যাচড ৩ : নেটফ্লিক্সে চলে এসেছে মিসম্যাচড সিজন ৩। এই ওয়েব সিরিজের তিন তিনটি সিজনই বেশ জনপ্রিয় হয়েছে। ঋষি এবং ডিম্পলের অসম্পূর্ণ প্রেমের গল্প নতুন মোড় নিয়েছে তিন নম্বর পার্টে। গোটা সিরিজ জুড়ে কলেজ লাইফ, প্রেম, সম্পর্কের জটিলতা আর স্বপ্নের টানাপোড়েনের গল্প রয়েছে। দেখার পর রোমান্সপ্রেমীদের ভালো লাগবেই।
২. তাজ : ডিভাইডেড বাই ব্লাড : মুঘল রাজ পরিবারের কাল্ট ক্লাসিক লাভ স্টোরি যেকোনও সিনেমার গল্পকেও হার মানায়। রাজায় রাজায় রাজনীতি, ক্ষমতার লড়াই আর তার সঙ্গে রাজ পরিবারের সদস্যদের প্রেমের গল্প আপনার ভালো লাগবেই। ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি এই ওয়েব সিরিজ ওয়াচ লিস্টে রাখতেই পারেন ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল হিসেবে। এই ওয়েব সিরিজটি দেখতে পাবেন জি ফাইভে।
৩. দো গুব্বারে : যদি সহজ সরল প্রেম আর বন্ধুত্বের গল্প দেখতে চান তাহলে ওয়াচলিস্টে তুলে রাখুন জিও সিনেমার এই সিরিজটি। পুরোটা দেখার পর মন ভালো হবেই।
আরও পড়ুন : আসছে নতুন সিরিয়াল! নবাগতা নায়িকার সঙ্গে জুটি বেঁধে পর্দায় ফিরবেন জনপ্রিয় অভিনেতা
৪. ইয়ে মেরি ফ্যামিলি : অ্যামাজন মিনি টিভির এই ওয়েব সিরিজে ফুটিয়ে তোলা হয়েছে ৯০ এর দশকের এক মিষ্টি ও সরল কৈশোর প্রেমের গল্প। রোমান্সের সঙ্গে কমেডির ছোঁয়া আপনার মন ভালো করে দেবে।
আরও পড়ুন : ভ্যালেন্টাইন্স ডেতে ওটিটিতে কোন কোন সিনেমা দেখবেন? দেখুন তালিকা
৬. হাফ লাভ হাফ অ্যারেঞ্জড : এই ওয়েব সিরিজটিও অ্যামাজন মিনি টিভিতে পেয়ে যাবেন। এতে রয়েছে রোমান্স এবং কমেডির মিশেল। ২০২৪ সালে মুক্তি পেয়ে দর্শকদের থেকে বেশ প্রশংসা কুড়িয়েছে এই সিরিজ। তাই যারা এখনও দেখেননি ভ্যালেন্টাইন্স উপলক্ষে দেখে নিতে ভুলবেন না।