ভ্যালেন্টাইন্স ডেতে ওটিটিতে কোন কোন সিনেমা দেখবেন? দেখুন তালিকা

শুরু হয়েছে ভ্যালেন্টাইন সপ্তাহ। প্রেমিক-প্রেমিকাদের এই ৭ দিনে অনেক প্ল্যানিং থাকবেই। কারও পছন্দ লং ড্রাইভ, ঘোরাঘুরি, কেউ আবার সঙ্গীকে নিয়ে একান্তে সময় কাটাতে চান। যারা বাড়িতে থেকেই সঙ্গীর সাথে স্পেশাল মোমেন্টস কাটাতে চান আর সঙ্গে নতুন কোনও সিনেমা দেখার ইচ্ছেও রাখেন, তাদের জন্য এই ভ্যালেন্টাইন সপ্তাহে ওটিটিতে মুক্তি পাবে ৫ সিনেমা। দেখে নিন এক নজরে।

গেম চেঞ্জার : রামচরণ এবং কিয়ারা আদবানির গেম চেঞ্জার মুক্তি পেয়েছে আমাজন প্রাইম ভিডিওতে। দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের বিরুদ্ধে এক সৎ সাহসী পুলিশ অফিসারের লড়াইয়ের গল্প এই সিনেমাটিতে দেখতে পাবেন। সিনেমাটিতে ভিলেনের ভূমিকায় অভিনয় করেছেন এস জে সূর্য।

Mrs

মিসেস : ২০২১ সালের হিট মালায়ালাম সিনেমা দা গ্রেট ইন্ডিয়ান কিচেনের হিন্দি রিমেক মিসেস মুক্তি পেয়েছে জি ফাইভে। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সান্য মালহোত্রা। সাধারণ গৃহবধূ থেকে নিজের স্বপ্ন পূরণের যাত্রার গল্প দেখতে পাবেন ওটিটিতেই।

দ্য গ্রেটেস্ট রাইভেলারি, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান : ভারত পাকিস্তান ক্রিকেট দলের মধ্যে সর্বদাই চাপা প্রতিদ্বন্দ্বিতা থাকে। তার কিছু অংশ তুলে ধরা হয়েছে এই ডকুমেন্টারি সিরিজে। বিশেষ করে ৯০ এর দশকের ভারত এবং পাকিস্তান টিমের বিখ্যাত কিছু ক্রিকেটারদের খেলা এবং এর পেছনের গল্প এই সিরিজে দেখতে পাবেন। সিরিজটি মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে।

The Mehta Boys

দ্য মেহতা বয়েজ : বোমান ইরানির পরিচালনার প্রথম সিনেমা এটি। এখানে বোমান ইরানিও অভিনয় করেছেন। তার ছেলের ভূমিকায় রয়েছেন অবিনাশ তিওয়ারি। ৭ ই ফেব্রুয়ারি এই সিনেমা অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে।

KINDA PREGNANT

আরও পড়ুন : সিনেমাকেও হার মানাবে! স্টার জলসার নতুন সিরিয়ালের দুর্ধর্ষ প্রোমো দেখলে তাক লেগে যাবে

কিন্ডা প্রেগন্যান্ট : ৫ ই ফেব্রুয়ারি নেটফিক্সে মুক্তি পেয়েছে এই সিনেমাটি। যারা বিদেশী ছবি দেখতে চান তাদের জন্য রয়েছে এই অপশন। এই সিনেমাতে এক ইংরেজি শিক্ষিকা বন্ধুত্বের কাছে নিজেকে গর্ভবতী বলে দাবি করেন। প্রথম প্রথম বিষয়টি মজার মনে হলেও ক্রমশ গল্পের টুইস্ট প্রকাশ পাবে।