২০ বছর পর প্রকাশ্যে এলেন অরিজিতের ‘প্রথম বউ’ রূপরেখা ব্যানার্জী

ফেম গুরুকুলের বিজেতা রূপরেখা ব্যানার্জীকে মনে আছে? ২০০৫ সালে সোনি টিভির এই রিয়েলিটি শো থেকে রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিলেন বাংলার মেয়ে রূপরেখা। অরিজিৎ সিংও অংশ নিয়েছিলেন এই প্রতিযোগিতায়। কিন্তু সেমিফাইনালে ওঠার আগেই তিনি বাদ পড়েন। সবাইকে পেছনে ফেলে বিজেতা হয়েছিলেন রূপরেখা। কিন্তু ক্রমশ হারিয়ে যেতে শুরু করেন তিনি। অন্যদিকে অরিজিৎ বলিউডে পা রাখার পর পরই ক্রমাগত জনপ্রিয়তায় আকাশ ছুঁতে থাকেন। তবে লাইমলাইট থেকে হারিয়ে গেলেও অরিজিতের প্রথম স্ত্রীর পরিচয় নিয়ে বরাবরই চর্চায় থেকেছেন রূপরেখা।

আসলে অরিজিতের জনপ্রিয়তা বাড়ার পর হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে রূপরেখা নাকি অরিজিতের প্রথম স্ত্রী। এমনকি গুগল এবং উইকিপিডিয়াতেও এই তথ্য দেওয়া রয়েছে। তবে রূপরেখা কিন্তু বরাবরই অরিজিতের প্রাক্তন স্ত্রী হওয়ার জল্পনাকে মিথ্যে বলে দাবি করেছেন। বাস্তবে তিনি বিবাহিতা। তবে বিয়ে করেছেন মাত্র একবারই এবং স্বামীর সঙ্গে সুখে সংসার করছেন। তার স্বামীর নাম নলিনাক্ষ ভট্টাচার্য। ১৫ বছরের সুখী দাম্পত্য জীবন তাদের। তাদের এক কন্যা সন্তানও আছে।

Ruprekha Banerjee

বহু বছর পর রূপরেখা আবারও লাইমলাইটে ফিরলেন। সুরকার এবং গীতিকার সমিধ মুখোপাধ্যায় সম্প্রতি রূপরেখার সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘‘রূপরেখা বন্দ্যোপাধ্যায় বলে কাউকে মনে আছে? ২০০৫ সালে ফেম গুরুকুলের বিজয়!! জাভেদ আখতার জি-র প্রিয় প্রতিযোগী। তারপর নাকি হঠাৎ করে শোনা গেল অরিজিৎ সিং-এর প্রথম বউ!! ’’

আরও পড়ুন : গায়ের টপ খুলে অটোগ্রাফের আবদার! মহিলা ভক্তের কীর্তিতে লজ্জায় লাল অরিজিৎ সিং

Ruprekha Banerjee

আরও পড়ুন : অরিজিৎ সিংয়ের প্রথম স্ত্রী কে? কাকে ডিভোর্স দিয়ে কোয়েলকে বিয়ে করেছেন অরিজিৎ?

রূপরেখা সম্পর্কে বলতে গিয়ে এরপর সমিধ আরও বলেছেন, ‘ভালো মেয়ে, সিম্পল মেয়ে তো সেই গুঞ্জনকে তাই অন্যভাবে ব্যবহার করেনি। ওর নিজের একটা সুন্দর পরিবার আছে। মেয়ে আছে, খুব ভালো একজন স্বামী আছে। খুব মন দিয়ে গানটা করে। শুধু সেটাই পারে আর অন্য কিছু পারে না বলে হারিয়ে গেছে। আমার কাছে আর্জি নিয়ে এসেছে ‘দাদা তোমার মতো একটা মিষ্টি রোম্যান্সিট গান আমাকে কম্পোজ করে দাও’। ভীষণ মন দিয়ে, প্রায় রোজ এসে গান তুলেছে। খুব সুন্দর গেয়েছে….।’’ অর্থাৎ খুব শিগগিরই রুপরেখার আরও একটি গান শুনতে পারবেন তার ভক্তরা। যার জন্য বহুবছর অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম তারা।