অবস্থান বদলাচ্ছে বাংলা সিরিয়াল। বদলাচ্ছে চিরাচরিত নায়িকা নির্ভর সিরিয়ালের প্লট। স্টার জলসার নতুন সিরিয়াল পরশুরাম যেন সেই বদলেরই পূর্বাভাস। চলে এলো তৃণা সাহা এবং ইন্দ্রজিৎ বসুর বহু প্রতীক্ষিত সিরিয়ালের প্রোমো। কিন্তু সেই প্রোমো যে এত দুর্ধর্ষ হবে, কার্যত স্বপ্নেও কল্পনা করেননি দর্শকরা। নায়িকা নয়, আসন্ন এই সিরিয়ালের নাম নায়কের নামে।
কলিযুগে পাপের বিনাশ করতে পরশুরামের আগমন ঘটেছিল পৃথিবীতে। এই সিরিয়ালের গল্পে ইন্দ্রজিৎ হলেন আজকের নায়ক, তার নামও পরশুরাম। আপাদমস্তক নিপাট বাঙালি ভদ্রলোক পরশুরামকে দেখলে নেহাত নিরীহ বলেই মনে হবে প্রথমটা। লুঙ্গির উপর শার্ট পরে, পায়ে হাওয়াই চটি দিয়ে বাজারের কাদা জল ঠেঙিয়ে সে মাছ কিনতে যায়। মাছওয়ালার সঙ্গে ইলিশের দরদাম করতে করতে হঠাৎ বাড়ি থেকে ফোন আসে। ওই পার থেকে ছেলে-মেয়ে দুজনেই একে অপরের নালিশ করতে ব্যস্ত। তারই মধ্যে গিন্নি তেজপাতা নিয়ে তাড়াতাড়ি বাড়ি আসার নির্দেশ দেন।
এসব যখন চলছে তখনই হঠাৎ কাদের যেন দেখে থমকে যায় পরশুরাম। লুঙ্গিতে মাল কোঁচা মেরে ছুটে যায় গুন্ডাদের দিকে। তারপর শুরু হয় দুর্ধর্ষ অ্যাকশন। দেখলে অনেকটা সিনেমার মতো ফিলিংস পাবেন। বিশেষ করে লুঙ্গি পরে নায়ক যেভাবে সিনেমার নায়কের মত বন্দুক হাতে একশন মোডে ধরা দিলেন প্রোমোতে তা দেখে সকলেই বলছেন সিরিয়ালের কনসেপ্টটা একেবারেই আর পাঁচটা সিরিয়ালের মত নয়। স্টার জলসা এবার নতুন কিছু উপহার দেবে দর্শকদের।
আরও পড়ুন : বন্ধের মুখে নিম ফুলের মধু? সিরিয়াল নিয়ে বড় আপডেট দিলেন পর্ণার জেঠি শাশুড়ি ললিতা
আরও পড়ুন : আসছে নতুন সিরিয়াল ‘পুতুল TTP’! দেখুন ধারাবাহিকের প্রথম প্রোমো
এই প্রোমো দেখে সকলেই ইন্দ্রজিতের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। কেউ লিখছেন, “ইন্দ্রজিৎ বোস জাস্ট ফাটিয়ে দিয়েছে কি দারুণ ক্যারেক্টার খুব ইন্টারেস্টিং অবশ্যই দেখবো।” কেউ লিখছেন, “প্রথমবার ইন্দ্রজিৎকে এমন একটি চরিত্রে দেখতে পাবো ভেবে খুবই খুশি লাগছে।” কেউ লিখলেন, “অবশেষে একটা হিরোকেন্দ্রিক গল্প পেতে চলেছি। এটা ভীষণ ভালো লাগছে। ইন্দ্রজিৎ বোসকে আবার মেগাতে পেতে চলেছি এটা ভেবেই খুব আনন্দ হচ্ছে। সব সময়ের মতো ইন্দ্রজিৎ আবারো স্টার জলসাকে একটা ব্লকবাস্টার হিট মেগা দিতে চলেছেন।” দেখুন সেই প্রোমো এই প্রতিবেদন থেকে।