টিআরপিতে মিত্তির বাড়ির জয়জয়কার! কে হল বেঙ্গল টপার? দেখুন টিআরপি তালিকা

অবশেষে নিয়মমাফিক বৃহস্পতিবার প্রকাশিত হল গত সপ্তাহের টিআরপি তালিকা। জি বাংলা থেকে স্টার জলসা, প্রত্যেকটা সিরিয়াল কে কেমন ফলাফল করছে তার সাপ্তাহিক রিপোর্ট কার্ড এই টিআরপি লিস্ট। যার অপেক্ষাতে শুধু টেলি তারকারাই নন, বাংলা সিরিয়ালের ভক্তরাও থাকেন। কোন সিরিয়াল কেমন ফলাফল করলো? সেরার সেরা কে হলো? কারা রইলো সেরা দশের তালিকায়? দেখে নিন এক নজরে।

বিগত কয়েক সপ্তাহের জয়ের ধারা অব্যাহত রাখল পরিণীতা। সব সিরিয়ালকে পেছনে ফেলে দিয়ে এখন বাংলার সেরা উদয় প্রতাপ সিং এবং ঈশানি চ্যাটার্জির পরিণীতা। ৮ নম্বর পেয়ে এই সপ্তাহেও প্রথম স্থানে রয়েছে জি বাংলার এই সিরিয়ালটি। দ্বিতীয় স্থানে রয়েছে কথা। স্টার জলসার এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৭.৪। তৃতীয় স্থানে রয়েছে তিন-তিনটি সিরিয়াল। ফুলকি গীতা এবং জগদ্ধাত্রী, এই তিনটি সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৭.২।

Kon Gopone Mon Bheseche

চতুর্থ স্থানেও জি বাংলার জয়জয়কার। কোন গোপনে মন ভেসেছে ৭.১ নম্বর পেয়ে রয়েছে চতুর্থ নম্বরে। পঞ্চম স্থানে রয়েছে রাঙ্গামতি তীরন্দাজ। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৭। ষষ্ঠ স্থানে আছে স্টার জলসার উড়ান। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬। সপ্তম স্থানে আছে মিত্তির বাড়ি। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫.৯। অষ্টম স্থানে রয়েছে আনন্দী, এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫.৮।

আরও পড়ুন : নতুন সিরিয়াল নিয়ে আসছেন শ্রীপর্ণা রায়! বিপরীতে থাকবেন এই জনপ্রিয় নায়ক

Anandi

আরও পড়ুন : আসছে নতুন সিরিয়াল ‘পুতুল TTP’! দেখুন ধারাবাহিকের প্রথম প্রোমো

নবম স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া এবং রোশনাই। এই দুটি সিরিয়াল পেয়েছে ৫.৩ নম্বর। দশম স্থানে রয়েছে গৃহপ্রবেশ। স্টার জলসার এই সিরিয়ালের নম্বর ৫.২। টিআরপির এই লিস্ট দেখে স্টার জলসার উপর বেজায় চটেছেন নেট নাগরিকরা। এর অন্যতম প্রধান কারণ শুভ বিবাহকে সরিয়ে সেই জায়গায় চিরসখাকে আনা। এতদিন শুভ বিবাহর কাছে মাথা তুলে দাঁড়াতে পারেনি জি বাংলার মিত্তির বাড়ি। কিন্তু চিরসখা সেই জায়গাতে আসতেই মিত্তির বাড়ির টিআরপি বেড়েছে। শুধু তাই নয় প্রথমবার স্লট লিডার হয়েছে এই ধারাবাহিক। যেটা আদৃত রায়ের ভক্তদের জন্য বেশ সুখবর।