নতুন সিরিয়াল নিয়ে আসছেন শ্রীপর্ণা রায়! বিপরীতে থাকবেন এই জনপ্রিয় নায়ক

একটার পর একটা নতুন সিরিয়াল আসছে স্টার জলসা এবং জি বাংলায়। নতুন মুখের পাশাপাশি পুরনো জনপ্রিয় নায়ক এবং নায়িকারাও ফিরছেন ক্যামেরার সামনে। এবার যেমন নতুন এক ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের ঘরের মেয়ে শ্রীপর্ণা রায় আবারও ঘরে ফিরবেন বলে শোনা যাচ্ছে। তার বিপরীতে থাকবেন বাংলা সিরিয়ালেরই জনপ্রিয় একজন অভিনেতা। তিনি কে? শুনলেই মন ভালো হয়ে যাবে স্টার জলসার দর্শকদের।

আঁচল, নেতাজি, কড়িখেলা, গাঁটছড়া সিরিয়ালখ্যাত শ্রীপর্ণা এক বছরেরও বেশি সময় ধরে ক্যামেরার আড়ালেই রয়েছেন। আসলে বিয়ের পর থেকেই লম্বা ব্রেক নিয়ে নিয়েছেন তিনি কাজের দুনিয়া থেকে। কিন্তু ছুটি কাটিয়ে এবার আবার টেলিভিশনের সামনে ফিরতে চলেছেন শ্রীপর্ণা। নতুন সিরিয়ালের তার নায়ক হবেন রাহুল মজুমদার। যাকে হরগৌরী পাইস হোটেল সিরিয়ালের শঙ্করের ভূমিকায় দেখেছেন দর্শকরা। কিছুদিন আগেই এই সিরিয়াল থেকে বেরিয়ে গিয়েছেন রাহুল। তারপর থেকেই তার ফেরার প্রতীক্ষায় ছিলেন দর্শকরা।

SRIPARNA AND RAHUL

যতদূর জানা যাচ্ছে অ্যাক্রপলিস এন্টারটেইনমেন্ট প্রযোজনা সংস্থার হাত ধরে জি বাংলাতে আসছে শ্রীপর্ণা এবং রাহুলের নতুন এই সিরিয়াল। দুজনেই বলতে গেলে বাংলা সিরিয়ালের সুপারহিট নায়ক এবং নায়িকা। দুজনের জুটিতে এবার নতুন সিরিয়ালের ভাগ্য কেমন হবে সেটাই এখন দেখার। সিরিয়ালটি কবে এবং কোন স্লটে আসবে সেটা জানা যায়নি এখনও।

আরও পড়ুন : আসছে নতুন সিরিয়াল ‘পুতুল TTP’! দেখুন ধারাবাহিকের প্রথম প্রোমো

Jeetu And Diripriya

আরও পড়ুন : আসছে নতুন সিরিয়াল! জনপ্রিয় অভিনেতার সঙ্গে জুটি বেঁধে ফিরবেন তৃণা সাহা

এমনিতেই এখন জি বাংলার হাতে বেশ কিছু নতুন সিরিয়াল আছে। শ্রীপর্ণার পাশাপাশি জি বাংলার ঘরের মেয়ে দিতিপ্রিয়া রায়ও আসছেন নতুন সিরিয়াল ‘তোমাকে ভালোবেসে’ এর হাত ধরে। এই সিরিয়ালে তার নায়ক হবেন জিতু কমল। জি বাংলার দুর্বল স্লটগুলোর দিকে লক্ষ্য রাখলে দেখা যাবে সন্ধে ছটায় নিম ফুলের মধু, সাড়ে ছটায় আনন্দী, নটার সময় মিত্তির বাড়ি, প্রাইম টাইমের এরকম বেশ কিছু স্লট রয়েছে যেখানে নতুন সিরিয়াল আনা যেতে পারে। কাজেই এই দুই নতুন সিরিয়াল এলেও তাদের ঠাঁই যে প্রাইম টাইমেই হবে সেটা নিশ্চিত।