ভ্যালেন্টাইন উইক জমজমাট! ১০ বছর পর আবার মুক্তি পাচ্ছে দেবের এই সুপারহিট রোমান্টিক সিনেমা

Oসামনেই ভ্যালেন্টাইন সপ্তাহ। ভালোবাসার এই সপ্তাহে বাংলার দর্শকদের দারুণ চমক দিতে চলেছে টলিউড। এই প্রথমবার টলিউডের পুরনো বিগ রিলিজ সিনেমা আরও একবার সিনেমা হলে মুক্তি পাবে। সিনেমার নাম শুধু তোমারই জন্য। দেব, শ্রাবন্তী চ্যাটার্জী, সোহম চক্রবর্তী এবং মিমি চক্রবর্তীর এই সিনেমা টলিউডের অন্যতম একটি হিট সিনেমা। কমেডি, রোমান্স এবং ট্রাজেডির ভরপুর মিশেলের এই ছবি ১০ বছর পর আরও একবার মুক্তি পাবে শুধুমাত্র ভ্যালেন্টাইন উপলক্ষে।

উল্লেখ্য, বলিউড কিন্তু বেশ কিছুদিন আগে থেকেই এমনটা করতে শুরু করেছে। মাঝেমধ্যেই পুরনো দিনের হিট এবং বিগ রিলিজ সিনেমা ঘুরিয়ে ফিরিয়ে মুক্তি দেওয়া হয়। শাহরুখের দিলবালে দুলহানিয়া থেকে সানি দেওলের গদর, কয়েক দশক পেরিয়েও এইসব সিনেমার চাহিদা যে কতটা, তা রি-রিলিজের পর সিনেমা হলগুলোর ভিড় দেখলেই বেশ বোঝা যায়। ‘শুধু তোমারই জন্য’ সিনেমা দিয়ে টলিউডও এবার এই ট্রেন্ডে গা ভাসালো।

Shudhu Tomari Jonyo

সম্প্রতি এসভিএফ প্রোডাকশন হাউসের তরফ থেকে সোশ্যাল মিডিয়াতে জানানো হয়েছে ৭ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন সপ্তাহ উপলক্ষে মুক্তি পাবে শুধু তোমারই জন্য। সিনেমার একটি পোস্টার শেয়ার করে লেখা হয়েছে, “১০ বছর পর আবার। ভালবাসার মরশুমের আগে ফিরে আসছে আপনার প্রিয় প্রেমের গল্প। শুধু তোমারই জন্য ৭ই ফেব্রুয়ারি আবার মুক্তি পাচ্ছে। এই সুযোগ মিস করবেন না।” এই খবর পেয়েই কার্যত নস্টালজিক হয়ে পড়েছেন দর্শকরা। সোশ্যাল মিডিয়াতে উপচে পড়ছে তাদের উচ্ছ্বাস।

আরও পড়ুন : ২০২৫ সালে মুক্তি পাবে কোন কোন বাংলা ও হিন্দি সিনেমা? দেখুন তালিকা

Shudhu Tomari Jonyo

আরও পড়ুন : প্রজাপতিকে টপকে গেল খাদান! নিজেই নিজের রেকর্ড ভাঙলেন সুপারস্টার দেব

এসভিএফের প্রযোজনায় ও বিরসা দাশগুপ্তের পরিচালনার এই সিনেমাটির গল্প ১০ বছর আগে দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল। প্রেমে পড়া, ব্যর্থ প্রেমের যন্ত্রণা থেকে আবার নতুন প্রেম, সেই সঙ্গে ভরপুর খুনসুটি, কমেডি, আর পাঁচটা সিনেমার থেকে একেবারেই আলাদা ছিল এই সিনেমাটি। ভালোবাসার সপ্তাহে প্রেমের মরশুমে তো এমন সিনেমার অপেক্ষাতেই থাকেন দর্শকরা। নতুন না হোক, অন্তত পুরনো সিনেমার নস্টালজিয়াতেই আপাতত ভেসে চলুক বাঙালি।