চলে এল আরও এক নতুন সিরিয়ালের প্রোমো। খেয়ালী মন্ডল এবং সৈয়দ আরেফিনের জুটিতে যে একটি নতুন সিরিয়াল খুব তাড়াতাড়ি আসছে এই খবর আগেই মিলেছিল। নতুন এই সিরিয়ালে থাকছেন রুপাঞ্জনা মিত্রও। অবশেষে এই নতুন ধারাবাহিকের প্রোমোটাও মুক্তি পেল। প্রোমো দেখে বেশিরভাগ সিরিয়ালের একঘেয়েমি গল্পের মধ্যে বেশ নতুনত্ব খুঁজে পেলেন দর্শকরা।
‘পুতুল TTP’, স্বাভাবিকভাবেই গল্পের নায়িকার নাম এখানে পুতুল। আর TTP কথার অর্থ টেনেটুনে পাশ। অর্থাৎ গল্পের নায়িকা পড়াশোনাতে একেবারেই ভালো নয়। পরীক্ষাতে কোনরকমে টেনেটুনে পাশ করে। প্রোমোর শুরুতেও দেখা গেল পুতুল পড়াশুনাতে ভালো না হওয়ায় স্কুলের শিক্ষক থেকে মা সকলেই তাকে অপমান করছেন। পুতুলের মা পুতুলের বোনকে বেশি ভালোবাসেন। পুতুলের অবশ্য পড়াশোনার ইচ্ছে আছে। সে পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে চায়। কিন্তু ফেল করার কারণে তাকে বাড়ি থেকে বিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন : আসছে নতুন সিরিয়াল! জনপ্রিয় অভিনেতার সঙ্গে জুটি বেঁধে ফিরবেন তৃণা সাহা
এরপর বিয়ে হয়ে পুতুল চলে আসে তার শ্বশুরবাড়িতে। সেখানেও শাশুড়ি মা তাকে অপমান করেন পড়াশোনা নিয়ে। এরই মধ্যে সময় গড়িয়ে যায়। পুতুল মা হয়। একটি পুত্র সন্তানের জন্ম দেয় সে। তখনও ছোটমা তাকে খোঁটা দিয়ে বলেন, “ছেলে যেন তোমার মত টেনেটুনে পাস না করে।” কিন্তু পুতুল বলে তার ছেলে টেনেটুনে পাশ হবে না। তার ছেলে অনেক পড়াশোনা করবে। সে মায়ের মত TTP হবে না। ছেলেকে পড়াশোনা করিয়ে সে অনেক বড় করবে। এই ধারাবাহিকটি আসছে সান বাংলা। আগামী ২৪শে ফেব্রুয়ারী থেকে সম্প্রচারিত হবে এই সিরিয়াল। দেখুন প্রমো এই প্রতিবেদন থেকে।