৮০ পেরিয়েও চকচক করছে ত্বক! মুখে কী মাখেন অমিতাভ বচ্চন?

৮২ বছর বয়সেও যেন তরুণ! এই বয়সেও দাপিয়ে বেড়াচ্ছেন শুটিং ফ্লোরে। সত্যিই তিনি যেন বলিউডের শাহেনশাহ। আজও তার চেহারার ঔজ্জ্বল্য দেখলে লজ্জা পাবে এযুগের নায়কেরা। কীভাবে এখনও এত সুন্দর রয়েছেন অমিতাভ বচ্চন? না, বলিউডের প্রচলিত বোটক্স প্রথা নয়, একেবারেই প্রাকৃতিকভাবে নিজের ত্বকের যত্ন নেন অমিতাভ বচ্চন। নারী-পুরুষ নির্বিশেষে চাইলে কিন্তু আপনিও মেনে চলতে পারেন সেই টিপস।

অমিতাভ যখন বলিউডে পা রাখেন তখন তিনি ছিলেন অ্যাংরি ইয়ংম্যান। চেহারার রুক্ষতাই ছিল তার নায়কোচিত গুণ। তারপর পেরিয়ে গিয়েছে বেশ কয়েকটা দশক। এখন অমিতাভ বলিউডে প্রবীণ অভিনেতা। কিন্তু এই বয়সেও অ্যাকশনের মঞ্চ কাঁপাচ্ছেন তিনি। কল্কি সিনেমাতে তাকে দেখে তাক লেগে গিয়েছিল সকলের। গ্ল্যামার দুনিয়ার মানুষদের চেহারার গ্ল্যামার ধরে রাখতেই হয়। এহেন অমিতাভ দৈনন্দিন রূপচর্চায় কী করেন?

Amitabh Bachchan`s Beauty Secret To Keep Skin Glowing

সম্প্রতি অমিতাভ বচ্চনকে এই প্রশ্ন করেছিলেন কৌন বানেগা ক্রোড়পতির একজন প্রতিযোগী। অমিতাভ বচ্চনের ফিটনেসের রহস্য জানতে চান সকলেই। কৌন বানেগা ক্রোড়পতির মঞ্চে এসে এক তরুণীও কৌতুহল চাপতে না পেরে অমিতাভকে এই প্রশ্নটা করে বসেন। অমিতাভ তাকে জানান তিনি নিয়মিত শরীর চর্চা করেন। কখনও ব্যাডমিন্টন খেলেন, কখনও হাঁটাহাঁটি করেন। কখনও আবার নিরিবিলিতে বসে ধ্যান করেন। আর তার বিউটি সিক্রেট কী? সেটাও ফাঁস করেছেন বলিউড শাহেনশাহ।

আরও পড়ুন : চড়া দামে বাড়ি বিক্রি করলেন অমিতাভ বচ্চন! টাকার অংক শুনলে মাথা ঘুরবে

Amitabh Bachchan`s Beauty Secret To Keep Skin Glowing

আরও পড়ুন : অমিতাভ একা নন, এই ১০ বিবাহিত সুপারস্টার ছিলেন রেখার প্রেমিক

ওই তরুণী এরপর অমিতাভকে প্রশ্ন করেন, “আপনার ত্বক তো খুব উজ্জ্বল, কীভাবে রূপচর্চা করেন?” অমিতাভ বলেন তিনি কিছুই করেন না। তরুণীও পাল্টা প্রশ্ন করেন, “ময়শ্চারাইজারও লাগান না?” অমিতাভ বলেন, “আমি বানানটাই জানি না, লাগাব কী করে?” এতে ওই তরুণী অমিতাভকে পরামর্শ দেন তিনি মশ্চারাইজার লাগিয়ে দেখতে পারেন। এতে মুখ উজ্জ্বল দেখাবে। অমিতাভ তাকে বলেন, “আমি পুরনো দিনের মানুষ। এত কিছু জানি না। ছোটবেলা থেকে শুধু মুখে সরষের তেল মেখেছি।”