বলিউডে নায়িকাদের ক্যাটফাইট নতুন কিছু নয়। বিশেষ করে ৯০ এর দশকের বলিউডে এমনটা প্রায় সময় ঘটত। ইন্ডাস্ট্রির নায়িকারা ক্যামেরার সামনে যতই ভালো সম্পর্ক দেখান না কেন, একে অপরকে সহ্য করতে পারেন না অনেকেই। যেমন বিপাশা বসু এবং করিনা কাপুর। আর এই বিপাশা-করিনার ঝামেলার মধ্যে ঢুকেই একবার করিনা কাপুরকে সপাটে চড় মেরেছিলেন ববি দেওলের স্ত্রী তানিয়া দেওল। জানেন কী ঘটেছিল?
২০০১ সালে আজনবী সিনেমার শুটিং চলছিল। ওই সময় তানিয়া দেওল সেটে নায়িকাদের পোশাক তৈরি করছিলেন। তিনি নাকি করিনাকে ছেড়ে বিপাশা বসুর পোশাক তৈরি করার প্রতি বেশি নজর দিচ্ছিলেন। আর এটাই করিনার সহ্য হচ্ছিল না। এই নিয়ে শুটিং-সেটেই ভীষণ ঝামেলা বেঁধে যায়। করিনার মা ববিতা কাপুরও তানিয়ার উপর ভীষণ রেগে গিয়েছিলেন। এরপরেও তানিয়া নাকি নিজের ইচ্ছেমতো কাজ করে যাচ্ছিলেন। যার ফলে তানিয়া এবং করিনার মধ্যে ঝগড়া শুরু হয়।
তানিয়া এবং করিনার মধ্যে ঝগড়া সেই সময় এমন চরমে ওঠে যে করিনা কাপুরকে শুটিং সেটেই এক চড় মেরে বসেন ববি দেওলের স্ত্রী। পরে করিনাও তানিয়ার সঙ্গে তার ঝামেলার কথা একটি সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন। তিনি বলেন, “ববির স্ত্রী তানিয়ার সঙ্গে একটা সমস্যা হয়েছিল। তিনি আমার মায়ের সঙ্গে ঠিক আচরণ করতেন না। আর বিষয়টি আমিও পছন্দ করতাম না। তবে ববির সঙ্গে আমার আজও কোনও সমস্যা নেই।”
আরও পড়ুন : বিয়ের আগে শর্মিলাকে এই অদ্ভুত শর্ত দিয়েছিলেন মনসুর! আজও মেনে চলছেন অভিনেত্রী
আরও পড়ুন : রূপে-গুণে অনন্যা! বলিউডে পা রাখতে চলেছেন ডিম্পল কাপাডিয়ার নাতনি
আবার এই সিনেমা শুটিং সেটেই করিনা এবং বিপাশার মধ্যেও ভীষণ ঝামেলা বেঁধেছিল। দুই নায়িকা নাকি একে অপরকে সহ্য করতে পারতেন না। বিশেষ করে বিপাশা বসুকে মোটেই পছন্দ করতেন না করিনা। তিনি নাকি একবার ঝামেলার মাঝে বিপাশাকে তার গায়ের রং নিয়ে খোঁটা দিয়ে ‘কালি বিল্লি’ বলেছিলেন। যদিও শেষমেষ এই সিনেমার শুটিং শেষ হয় এবং সিনেমাটি বেশ ভালই সাড়া পেয়েছিল।