কমেডি-ড্রামা থেকে অ্যাকশন-থ্রিলার, ফেব্রুয়ারিতেই ওটিটিতে আসবে একগুচ্ছ সিনেমা

ফেব্রুয়ারি মাসেই মুক্তি পেতে চলেছে একগুচ্ছ সিনেমা। সিনেমা হলে তো বটেই, বেশ কিছু সিনেমা এই মাসে ওটিটি প্ল্যাটফর্মগুলোতেও আসবে। এই তালিকায় যেমন বলিউড আছে তেমন সাউথ ইন্ডিয়ান সিনেমাও রয়েছে। কিছু কিছু সিনেমা আবার সরাসরি ওটিটিতেই মুক্তি পাবে। কমেডি-ড্রামা থেকে অ্যাকশন-থ্রিলার, ৫ টি সিনেমা বিভিন্ন ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে। তবে কোনটি কবে কোথায় মুক্তি পাবে দেখে নিন এক নজরে।

১. দ্যা মেহতা বয়েজ : বোমান ইরানি এই প্রথমবার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করলেন এই সিনেমা মারফত। বাবা ও ছেলের সমীকরণ তুলে ধরা হয়েছে এই সিনেমাতে। পরিচালনার পাশাপাশি বাবার চরিত্রে অভিনয়ও করেছেন বোমান। আগামী ৭ ই ফেব্রুয়ারি অ্যামাজন প্রাইম ভিডিওতে এই সিনেমাটি মুক্তি পাবে।

Mrs

২. মিসেস : মালায়ালাম সিনেমা দ্যা গ্রেট ইন্ডিয়ান কিচেনের হিন্দি সংস্করণ মিসেস। সিনেমাটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সান্য মালহোত্রা। এই সিনেমাতে তিনি এক নৃত্যশিল্পী হিসেবে অভিনয় করেছেন যার বিয়ে হবে এক ডাক্তারের সঙ্গে। বিয়ের পর নাচ তার জীবন থেকে হারিয়ে যেতে থাকে। তারপর কী হবে সেটাই দেখার। ৭ই ফেব্রুয়ারি জি ফাইভে মুক্তি পাবে এই সিনেমাটি।

৩. ধুম ধাম : ইয়ামি গৌতম এবং প্রতীক গান্ধীকে নিয়ে একটি রোমান্টিক সিনেমা মুক্তি পাবে আগামী ১৪ই ফেব্রুয়ারি। এই রোমান্টিক কমেডি ঘরানার সিনেমাটি প্রধানত ভ্যালেন্টাইন ডে উপলক্ষেই মুক্তি পাচ্ছে নেটফ্লিক্সে।

Game Changer

৪. গেম চেঞ্জার : যারা অ্যাকশন লাভার তাদের জন্য এবার ওটিটিতে আসছে গেম চেঞ্জার। সিনেমাটি সিনেমা হলে বেশ ভালই সাড়া পেয়েছে। এই সিনেমাতে রামচরণের বিপরীতে অভিনয় করেছেন কিয়ারা আদবাণী। এই সিনেমাটিও ১৪ই ফেব্রুয়ারি অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে।

আরও পড়ুন : ২০২৪ সালের সেরা ফ্লপ! বলিউডের কয়েকশো কোটি টাকার লোকসান করেছে এই ১০ সিনেমা

Baby John

আরও পড়ুন : ২০২৫ সালে মুক্তি পাবে কোন কোন বাংলা ও হিন্দি সিনেমা? দেখুন তালিকা

৫. বেবি জন : ২০২৪ সালের ডিসেম্বর মাসে মুক্তি পেয়েছিল বেবি জন। বরুণ ধাওয়ান, কীর্তি সুরেশ এবং ওয়ামিকা গাব্বির এই সিনেমাটি বক্স অফিসে সেভাবে সাড়া জাগাতে পারেনি। ২৮শে ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে এই সিনেমাটি মুক্তি পাবে।