নতুন বছরের প্রথম ভাইরাল গান, ‘ছিঃ ছিঃ ননী ছিঃ’। এই ওড়িয়া গানটি লোকের মুখে ছড়াতে ছড়াতে গোটা ভারতে ছড়িয়েছে। রাতারাতি ট্রেন্ডিংয়ে পরিণত হয়েছে প্রায় ২০ বছর পুরনো এই গান। পেয়েছে কোটি কোটি ভিউ। প্রেমে আঘাত পাওয়া এক গ্রাম্য যুবকের আক্ষেপের এই গানের তালে কেউ কোমর দুলিয়েছেন, তো কেউ মিম বানিয়েছেন। সেগুলোও ভাইরাল হয়েছে নিমেষে। কিন্তু এই গানের যিনি নায়ক তিনি এখন কোথায়? ১২০ কোটির উপর ভিউ পাওয়া সেই ভাইরাল মিউজিক ভিডিওর নায়ক আসলে কে? কীই বা করেন এখন?
১৯৯৫ সালের লেখা এবং ২০০৫ সালে মুক্তি পাওয়া উড়িয়া গান ‘ছিঃ ছিঃ ননী ছিঃ’যে আজ এত বছর পর এইভাবে ভাইরাল হবে, সেটা কার্যত কল্পনাও করতে পারেননি এই গানের নায়ক বিভূতি বিসওয়াল। ইনস্টাগ্রাম, ফেসবুক থেকে ইউটিউব, সবেতেই এখন ছড়িয়ে আছেন তিনি। ২০ বছর আগে এই গানটি বালিফুল নামের একটি অ্যালবামের আওতায় মুক্তি পেয়েছিল উড়িষ্যাতে। সেখানে এই গানের জন্য অভিনয় করেছিলেন বিভূতি।
উড়িষ্যার সম্বলপুরের এই গানটি সোশ্যাল মিডিয়ার দৌলতে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। বিভূতি বিসওয়ালকে চিনেছেন গোটা দেশের মানুষ। রাতারাতি তিনি যেন জাতীয় তারকা হয়ে উঠেছেন। এতদিন ক্যামেরার সামনে নয়, খোলা মঞ্চের থিয়েটারে নির্দিষ্ট কিছু সংখ্যক দর্শক তার অভিনয় দেখেছেন। আজ তাকে দেখছে গোটা দুনিয়া। আসলে বিভূতি বিগত কয়েক বছর ধরে থিয়েটার, নাট্য সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন। সেই সঙ্গে আকাশবাণী সম্বলপুরের সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি। আর পার্ট টাইম আর্ট টিচার হিসেবেও কাজ করেন।
আরও পড়ুন : ‘ছিঃ ছিঃ ছিঃ রে ননি ছিঃ’ গানটি বাংলায় হলে কেমন হত? শুনে নিন বাংলা ভার্সন
আরও পড়ুন : চা ওয়ালা থেকে রাবড়ি বাবা! কুম্ভমেলার এই সাধুবাবাদের সম্পর্কে জানলে অবাক হবেন
বিভূতির গ্রাম্য চেহারা এবং সহজ সরল মুখ ও সেইসঙ্গে সহজাত অভিনয় দেখে তাকে এই অ্যালবামের জন্য চূড়ান্ত করে ফেলেছিলেন পরিচালক মনভঞ্জন নায়ক। তার আগে কখনও কোনও মিউজিক ভিডিওতে কাজ করেননি বিভূতি। কিন্তু পরিচালকের বিশ্বাস ছিল তার উপর। সেটা যে কতখানি সঠিক ছিল ২০ বছর পর প্রমাণ হলো। গানটি মুক্তি পাওয়ার পর কমবেশি জনপ্রিয়তা পেয়েছিল। কিন্তু ২০ বছর পর এই প্রজন্মের মধ্যেও যেভাবে গানটি জনপ্রিয়তা পেয়েছে তাতে খুবই খুশি বিভূতি।