হয়ে গেল অন্তিম শুটিংয়ের ঘোষণা! বন্ধের মুখে জি বাংলার এই জনপ্রিয় সিরিয়াল

২ বছরেই যাত্রা শেষ। বন্ধ হতে বসেছে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল নিম ফুলের মধু। টানা ২ বছর সগর্বে টিভির পর্দায় সম্প্রচারিত হয়েছে রুবেল দাস এবং পল্লবী শর্মার এই সিরিয়ালটি। তবে টিআরপির অভাবে এবার এই সিরিয়াল বন্ধ হবে। অন্তিম শুটিংয়ের দিনক্ষণ ঘোষণাও হয়ে গিয়েছে। বিগত বেশ কিছুদিন ধরেই এই সিরিয়াল বন্ধের জল্পনা শোনা যাচ্ছিল ভক্তদের মধ্যে। এবার তাতে সীলমোহর পড়লো।

কিছুদিন আগেই নিম ফুলের মধু সিরিয়ালের স্লট পরিবর্তন হয়েছে। বদলে গিয়েছে প্লটও। লিপ নিয়েছে গল্প। পর্ণা এবং সৃজনের ছেলেমেয়েরা বড় হয়েছে। তাদের সামনেই আবার দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছে সৃজন। যদিও নিজের স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে সে। সৃজন এখন ডাকাত সর্দার। বরকে খুঁজে পেয়ে নিজের বাড়িতেই এনে রেখেছে পর্ণা। কিন্তু সৃজন নাকি বিয়ে করবে তারই দলের একটি মেয়েকে। যদিও শেষ পর্যন্ত বিয়ের দিনই সৃজনের সবকিছু মনে পড়ে যায়। তাই আবার পর্ণার সঙ্গেই সাত পাকে ঘোরে সে।

 Neem Phooler Modhu

কয়েক মাস আগেই রাত আটটার স্লট থেকে সরানো হয় সৃজন এবং পর্ণাকে। সন্ধ্যা ছটার সময় প্রথম থেকেই টিআরপি ধরে রাখতে বেশ বেগ পেতে হচ্ছিল এই সিরিয়ালটিকে। তেঁতুল পাতার বিপরীতে ক্রমশ প্রত্যেক সপ্তাহেই এই সিরিয়াল স্লট হারাচ্ছে। তাই এবার পাকাপাকিভাবে সিরিয়াল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে জি বাংলা। ফেব্রুয়ারি মাসেই সিরিয়ালটির অন্তিম শুটিং। সৃজন এবং পর্ণার মিল দেখিয়েই এই গল্প শেষ হবে।

আরও পড়ুন : “বিয়ের নামে বেলেল্লাপনা!” শ্বেতা-রুবেল ও মল্লিকার বিয়ে নিয়ে চাঁচাছোলা প্রতিবাদ জানালেন ভাস্কর ব্যানার্জী

 Neem Phooler Modhu

আরও পড়ুন : বিয়ের ৪ মাসেই মা হলেন! সুখবর শোনালেন জি বাংলার এই জনপ্রিয় অভিনেত্রী

এই খবর পেয়ে স্বাভাবিকভাবেই বেশ হতাশ হয়েছেন দর্শকরা। নিম ফুলের মধু জি বাংলার সবথেকে পুরনো সিরিয়ালগুলোর মধ্যে অন্যতম। বর্তমানে বেশিরভাগ সিরিয়াল যেখানে কয়েক মাসের মাথাতেই শেষ হয়ে যায়, সেখানে বছরের পর বছর দর্শকরা এই সিরিয়ালটির প্রতি আগ্রহ ধরে রেখেছেন। শোনা যাচ্ছে নায়ক রুবেলের হাতে নাকি ইতিমধ্যেই নতুন সিরিয়ালের প্রস্তাব চলে এসেছে। যদিও চ্যানেলের তরফ থেকে কিংবা ধারাবাহিকের কলাকুশলীরা এ বিষয়ে এখনও মুখ খোলেননি।