সৌরভ গাঙ্গুলীর স্ত্রী ডোনা গাঙ্গুলীকে সকলেই চেনেন। দেশে-বিদেশে প্রচুর নামডাক তার। না, সৌরভের স্ত্রীর পরিচয় নয় ডোনার একমাত্র পরিচয়। তিনি বেশ প্রতিষ্ঠিত একজন নৃত্যশিল্পী। কলকাতায় রয়েছে তার নিজের নাচের স্কুল দীক্ষামঞ্জরী। দেশি-বিদেশি প্রচুর ছাত্র-ছাত্রী রয়েছেন ডোনার। তার কাছে নাচ শেখা অনেকের কাছেই স্বপ্নের মত। তবে জানেন কি ডোনার কাছে না শিখতে হলে ঠিক কত টাকা খসাতে হবে? যে কারও সাধ্য নয় কিন্তু সৌরভের স্ত্রীর ছাত্রী হওয়া।
বিগত বেশ কয়েক বছর ধরেই ডোনা নাচের প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। বলতে গেলে বিয়ের আগে থেকেই নাচের প্রতি তার আগ্রহ ছিল। বিয়ের পর ডোনা পেশাগত ভাবে নাচ নিয়ে এগিয়েছেন। কলকাতার বুকে খুলে ফেলেছেন তার নিজের নাচের স্কুল। যার নাম তিনি রেখেছেন দীক্ষা মঞ্জরী। ছাত্র-ছাত্রীদের সঙ্গে দেশে-বিদেশে ঘুরে ঘুরে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন ডোনা। সোশ্যাল মিডিয়াতে সেসব অনুষ্ঠানের ছবি কিংবা ভিডিও পোস্ট হয়।
এই দীক্ষা মঞ্জরীতে ভর্তি হতে গেলে যে টাকা লাগবে সেটা কিন্তু সাধারণের নাগালের মধ্যেই রয়েছে। অফলাইন ক্লাসে ভর্তি হতে হলে ১০০০ টাকা লাগবে। আর প্রত্যেক মাসে বেতন দিতে হবে ৬০০ টাকা করে। এক একটি ব্যাচে সর্বাধিক ২৫ জনকে নেওয়া হয়। দীর্ঘদিন পর্যন্ত ডোনার স্কুল নাচের স্কুলের মাইনে ৬০০ টাকার কম ছিল। দু’বছর আগেই তার বাড়িয়ে ৬০০ করা হয়েছে। অবশ্য প্রাইভেট ক্লাস এবং বিদেশি ছাত্র-ছাত্রীদের জন্য মাইনের ব্যবস্থাটা আলাদা।
আরও পড়ুন : সৌরভ গাঙ্গুলীর প্রেমে পাগল ছিলেন! আজীবন বিয়েই করলেন না এই অভিনেত্রী
আরও পড়ুন : টাকার জন্য মেয়েকে ক্রিকেটার করতে পারেননি! দাদাগিরিতে আফসোস সৌরভ গাঙ্গুলীর
প্রত্যেক বছর নিজের প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের নিয়ে ধুমধাম করে সরস্বতী পুজোর অনুষ্ঠান পালন করেন ডোনা। এ বছরেও তার অন্যথা হয়নি। এবছর মা এবং মেয়েকে নিয়ে পুজোর অনুষ্ঠানে পৌঁছেছিলেন ডোনা। ডোনা পরেছিলেন সাদা শাড়ি এবং ব্লাউজ। তার মা স্বপ্না রায় পরেছিলেন বাসন্তী রঙের একটি চাদর। আর সৌরভ ডোনার মেয়ে সানা সোনালী রঙের সালোয়ার কামিজ পরে হাজির হয়েছিলেন। সোশ্যাল মিডিয়াতে সেই ছবি পোস্ট করেন ডোনা।