সিনেমা হল কাঁপিয়ে এবার ওটিটিতে মুক্তি পেতে চলেছে অল্লু অর্জুনের পুষ্পা ২। বাড়িতে বসেই এবার দেখতে পাবেন এই ব্লকবাস্টার সিনেমাটি। যারা এখনও সিনেমাটি দেখেননি তারাই শুধু নন, এরা ইতিমধ্যেই হলে গিয়ে সিনেমাটি দেখেছেন, তাদেরও আরও একবার দেখতে হবে পুষ্পা ২ এর ওটিটি ভার্সন। কারণ এতে থাকছে অতিরিক্ত ২৩ মিনিটের ফুটেজ। কবে কোন ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে আনকাট পুষ্পা ২?
গত বছরের শেষের দিকে সিনেমা হলে মুক্তি পায় অল্লু অর্জুনের বহু প্রতীক্ষিত পুষ্পা সিনেমার পার্ট ২। মুক্তির সঙ্গে সঙ্গেই প্রথম সিনেমার উপার্জনকে ছাপিয়ে নতুন রেকর্ড করে ফেলে এই সিনেমা। সিনেমা হল থেকে ভালো ব্যবসা করার পর এবার পুষ্পা ২ মুক্তি পাবে নেট ফিক্সে। আগামী ৩০ শে জানুয়ারি পাঁচটি ভাষাতে ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে এই সিনেমা। হিন্দি, তেলেগু, তামিল, মালায়ালাম এবং কন্নড় ভাষায় দেখানো হবে।
সম্প্রতি নেটফ্লিক্সের তরফ থেকে ইনস্টাগ্রামে পুষ্পা সিনেমার একটি টিজার শেয়ার করে জানানো হয়েছে, “পুষ্পা ভাউ নে শুন লি আপকি বাত, আব পুষ্পা কা রুল, হিন্দি মে ভি। ৩০ জানুয়ারি থেকে ২৩ মিনিটের অতিরিক্ত ফুটেজ-সহ পুষ্পা ২ রিলোডেড ভার্সন দেখা যাবে নেটফ্লিক্সে।” বিশেষ করে পুষ্পার আনকাট অংশে দর্শকদের জন্য চমক থাকবে বলে জানা যাচ্ছে এখন।
আরও পড়ুন : ফাতিমা অতীত! নতুন প্রেমিকার সঙ্গে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আমির খান
আরও পড়ুন : বলিউডের এই অভিনেত্রীর প্রেমে পড়েছেন মোহাম্মদ সিরাজ! নাম প্রকাশ্যে আসতেই তোলপাড় নেটপাড়া
পুষ্পা সিনেমাটি মুক্তির পর এখনো দুমাস পার হয়নি। এরই মধ্যে বিশ্বজুড়ে ১৫০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই সিনেমা। শোনা গিয়েছিল অনলাইনেও এই সিনেমার রিলিজ করা হবে। সিনেমা হলে মুক্তির ৫৬ দিনের মাথায় ওটিটিতে আসছে পুষ্পা ২। সিনেমা হলের পর ওটিটিতেও সিনেমাটি দেখার জন্য যে বেশ ভিড় হবে দর্শকদের তা নিশ্চিত।