ফাতিমা অতীত! নতুন প্রেমিকার সঙ্গে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আমির খান

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আমির খান। রিনা দত্ত, কিরণ রাও, দুই স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পর অফিশিয়ালি সিঙ্গেল আমির কিন্তু বাস্তবে আর একা নেই। কিরণের পর ফাতিমা সানা শেখের সঙ্গে বেশ কিছুদিন সম্পর্কে ছিলেন তিনি। কিন্তু সেই প্রেমটা ভেঙেছে সদ্য। এখন আমির খানের জীবনে নতুন এক রহস্যময়ীর প্রবেশ ঘটেছে। শুরু হয়েছে বিয়ে নিয়ে জল্পনাও। তিনি কে জানেন?

কিরণ রাওয়ের সঙ্গে সম্পর্ক ভাঙার পর আমির খানের জীবনে ছিলেন দঙ্গল সিনেমাতে তার সহ অভিনেত্রী ফাতিমা। দুজনের বয়সের পার্থক্য ২৬ বছর। শোনা যাচ্ছিল ফাতিমার কারণেই নাকি কিরণের সঙ্গে আমিরের সম্পর্কে চিড় ধরে। ডিভোর্সের পর শোনা যাচ্ছিল নাকি তৃতীয়বার ফাতিমাকে বিয়ে করবেন আমির। কিন্তু ২৬ বছরের ছোট ফাতিমাকে ভুলে নতুনভাবে আবার প্রেমে মজেছেন আমির খান। দুজনের সম্পর্ক অনেক দূর এগিয়েছে।

 Aamir Khan

আমিরের এই নতুন প্রেমিকা নাকি বেঙ্গালুরুতে থাকেন। বিগত বেশ কিছুদিন ধরেই বলিউডে তাদের নিয়ে চর্চা চলছে। আমির খান নাকি এরই মধ্যে তার পরিবারের সঙ্গে নতুন প্রেমিকার আলাপও করিয়ে দিয়েছেন। এই আলাপের পর্বটা খুব ভালোভাবেই মিটেছে। আমিরের নতুন প্রেমিকাকে সাদরে গ্রহণ করেছে তার পরিবার। তাহলে কবে বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান? এখনো অবশ্য তৃতীয় বিয়ের দিনক্ষণ নিজের মুখে ঘোষণা করেননি আমির।

আরও পড়ুন : হৃত্বিক-সুজানের ডিভোর্স কেন হয়েছিল? এতদিনে মুখ খুললেন রাকেশ রোশন

 Aamir Khan

আরও পড়ুন : বিয়ের আগেই মা হলেন বলিউডের এই অভিনেত্রী! সরগরম সোশ্যাল মিডিয়া

আমির খানের ব্যক্তিগত জীবন কিন্তু খুবই বৈচিত্র্যপূর্ণ। ১৯৮৬ সালে মাত্র কুড়ি বছর বয়সেই রিনা দত্তকে গোপনে বিয়ে করে নিয়েছিলেন আমির খান। তাদের দুই সন্তান জুনায়েদ এবং ইরা। বিয়ের কয়েক বছরের মাথায় তাদের ডিভোর্স হয়। আমির বিয়ে করেন কিরণ রাওকে। কিন্তু দশ বছরের মাথায় সেই বিয়েটাও ভাঙ্গে। যদিও দ্বিতীয় স্ত্রীর সাথে পেশাগত সম্পর্ক ভালো রেখেই এগোচ্ছেন আমির খান। আমিরের নতুন প্রেমিকার পরিচয় কবে প্রকাশ্যে আসে সেটাই এখন দেখার।