বয়স হলে কেমন দেখতে লাগবে বলিউড তারকাদের? শাহরুখ খান, সালমান খান, আমির খান কিংবা অক্ষয় কুমার, বয়সকে হাতের মুঠোয় রেখেছেন বলিউডের এই সুপারস্টাররা। ৫০ পেরিয়েও তাদের দেখতে লাগে যেন ৩০। কিন্তু যখন সত্যিই বুড়ো হবেন বলিউডের এই তারকারা, তখন তাদের চেহারা কেমন হবে? সেটাই এঁকে দেখালো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সম্প্রতি AI এর বানানো তারকাদের বুড়ো বয়সের ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হল।
জোসেফ নামের একজন AI শিল্পী একটি ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। সেখানে শাহরুখ খান, সালমান খান, আমির খান, দীপিকা পাড়ুকোন, ঐশ্বর্য রাই বচ্চনদের দেখা যাচ্ছে। বয়স হলে তাদের সবার মাথা ঢাকবে কাঁচা-পাকা চুলে। দাঁড়িতেও ধরবে পাক। চোখে মুখে পড়বে বয়সের ছাপ। শুধু তাই নয়, আমির খান এবং দক্ষিণী সুপারস্টার প্রভাসের তো মাথায় টাকও পড়ে যাবে। তবে তারকাদের মাঝে সবসময়ই এভারগ্রীন থাকবেন শাহরুখ খান। বয়স হলেও তার চার্ম আগের মতই থাকবে।
এখানে শাহরুখ খানের বুড়ো বয়সের যে ছবি পাওয়া গিয়েছে সেই চেহারার সঙ্গে শাহরুখের ‘কিং’ ছবির লুকের বেশ মিল খুঁজে পাচ্ছেন নেট নাগরিকরা। আর সালমান খান বুড়ো হলেও তার অ্যাবস আগের মতই থাকবে। এই ভিডিও দেখে নেট নাগরিকরা বলছেন বয়স হলেও হট নেসে সবাইকে ছাপিয়ে যাবেন সালমান খান। যদিও কেউ কেউ বলছেন AI সালমান খানের বুড়ো বয়সে চেহারা সঙ্গে মিলিন্দ সোমানের চেহারা গুলিয়ে ফেলেছে। তাইতো তাকে দেখে মিলিন্দ সোমান লাগছে।
আরও পড়ুন : কোটি কোটি টাকার খেল! রিয়েলিটি শোগুলোর কুকীর্তি ফাঁস করে দিলেন কৈলাস খের
আরও পড়ুন : রহমান কোনও মহান গায়ক নন! অরিজিতের পর এবার সোনুর নিশানায় এ আর রহমান
আবার কেউ কেউ লিখছেন শাহরুখ খান এবং হৃত্বিক রোশন কখনোই বুড়ো হবেন না। এই ছবিগুলোর মধ্যে থেকে সবথেকে বেশি প্রশংসা পেলেন ঐশ্বর্য রাই এবং দক্ষিণী সুপারস্টার মহেশ বাবু। কারণ বয়স হলেও তাদের সৌন্দর্য থাকবে অটুট। নিজের চোখেই দেখুন সেই ছবি এই প্রতিবেদনে। রইল ভিডিও।
View this post on Instagram