কোটি কোটি টাকার খেল! রিয়েলিটি শোগুলোর কুকীর্তি ফাঁস করে দিলেন কৈলাস খের

বর্তমান সময়কালে টিভি কিংবা ওটিটিতে সম্প্রচারিত রিয়েলিটি শো গুলোর ব্যাপক জনপ্রিয়তা আছে। নাচ, গান, কমেডি ইত্যাদি আরও অনেক ক্যাটাগরিও রয়েছে। তবে সব থেকে বেশি জনপ্রিয়তা পায় নাচ এবং গানের শো গুলোই। বিশেষ করে গানের রিয়েলিটি শো গুলো থেকে অনেক নতুন নতুন তারকার সন্ধানও মেলে। তবুও রিয়েলিটি শোয়ের রিয়েলিটি নিয়ে প্রশ্ন উঠে যায় বারবারই। শুধু দর্শকরা নন, ইদানিং তারকারাও এই শো গুলোকে নিয়ে প্রশ্ন তুলছেন। সুনিধি চৌহানের পর এবার যেমন গানের রিয়েলিটি শো গুলোকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন কৈলাস খের।

কিছুদিন আগেই রিয়েলিটি শো এর নিন্দে করেছিলেন সুনিধি। কৈলাস খেরের গলাতেও শোনা গেল একই সুর। তিনি আবার রীতিমত এক ধাপ এগিয়ে রিয়েলিটি শো গুলোর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে কৈলাস খেরকে প্রশ্ন করা হয়েছিল তাকে কেন কোনও রিয়েলিটি শোতে বিচারক হিসেবে দেখা যায় না? এর জবাবে কৈলাস খের উত্তর দেন, “যে রিয়েলিটি শোগুলি গানের রিয়েলিটি শো হিসাবে তুলে ধরা হয়। সেগুলিতে আসলে আপনাদের মতো বড় নাম বিনিয়োগ করেন।’’

Kailash Kher

তিনি আরও বলেছেন, “এই রিয়েলিটি শোগুলো শুধুই ফিল্মি মিউজিক রিয়েলিটি শো। গানের সঙ্গে এদের কোনও লেনাদেনা নেই। ফিল্ম মিউজিকের নামে যারা ভেলপুরি বিক্রি করছেন তারাই এসবের প্রচার করেন।’’ কিছুদিন আগে সুনিধি চৌহানও বলেছিলেন, “এই রিয়েলিটি শোগুলোর কিছুই আসল নয়, সবই নকল।” সুনিধি নিজেও ইন্ডিয়ান আইডলের বিচারক হয়েছিলেন। কিন্তু তারপর তিনি ইন্ডিয়ান আইডল ছেড়ে দেন। তার দাবি প্রথম দু’বছর ইন্ডিয়ান আইডলের সবকিছু খুবই খাঁটি ছিল। কোনও নাটক করতে হত না। কিন্তু তারপর থেকে এখনও পর্যন্ত রিয়েলিটির নামে আসলে সব কিছুকে ম্যানিপুলেট করা হয় বলে দাবি করেছেন সুনিধি।

আরও পড়ুন : টিআরপির লোভে মিথ্যে নাটক, ইন্ডিয়ান আইডলের বিরুদ্ধে বিস্ফোরক সঞ্চালিকা

Kailash Kher

আরও পড়ুন : কোথায় হারিয়ে গেলেন ইন্ডিয়ান আইডলের বাঙালি বিজেতা প্রশান্ত তামাং? এখন কোথায় কেমন আছেন তিনি?

একই রকম ভাবে কৈলাস খেরও ইন্ডিয়ান আইডলের বিচারক হয়েছিলেন প্রথম প্রথম। ২০০৯ সালে জাভেদ আখতার, অনু মালিক, সোনালী বেন্দ্রের সঙ্গে ইন্ডিয়ান আইডল সিজন ৪ এর বিচারকের আসনে দেখা গিয়েছিল কৈলাসকে। পরে তিনি সারেগামাপা লিটল চ্যাম্পস, মিশন ওস্তাদ, রক অনের মত অন্যান্য রিয়েলিটি শোতে অতিথি হিসেবে উপস্থিত থেকেছেন। কিন্তু বিগত ১৫ বছর ধরে তিনি রিয়েলিটি শো এড়িয়ে চলছেন। এতদিনে জানালেন এর কারণ।