সমকামীতা থেকে এমএমএস ফাঁস! রিয়া সেনের জীবনের রয়েছে অনেক বিতর্ক

সমকামীতা থেকে এমএমএস ফাঁস, অভিনেত্রী রিয়া সেনকে নিয়ে বিতর্ক কিছু কম নেই। মহানায়িকা সুচিত্রা সেনের নাতনী তিনি। মুনমুন সেনের বড় মেয়ে রিয়ার জীবন জুড়ে রয়েছে মুচমুচে সব গসিপ। অভিনয় দিয়ে সেভাবে নজর কাড়তে না পারলেও রিয়ার জীবনের একের পর এক ঘটনা তাকে বরাবরই সংবাদমাধ্যমের শিরোনামে রেখেছে। এদিক দিয়ে তাকে মুনমুন সেনের যোগ্য কন্যাও বলেন অনেকে।

মায়ের মতই সুন্দরী রিয়া। মুনমুন সেনের মেয়ে ফাল্গুনী পাঠকের বিখ্যাত গান ‘চুরি যো খনকি হাত মে’ মিউজিক অ্যালবাম দিয়ে প্রথমবার ক্যামেরার সামনে আসেন। তখন তার বয়স ছিল খুবই কম। কিশোরী রিয়া প্রথমবার ক্যামেরার সামনে এসেই রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিলেন ইন্ডাস্ট্রিতে। সুচিত্রা সেনের নাতনী তথা মুনমুন সেনের মেয়ে হিসেবে নয়, রিয়াকে তার নিজের পরিচয়েই চিনেছিল বলিউড। টিনেজার রিয়া এক লহমায় ৮ থেকে ৮০ সকলের মন জয় করে নিয়েছিলেন। সকলেই ভেবেছিলেন রিয়া লম্বা রেসের ঘোড়া। তার জন্য বলিউডে অনেক বড় সম্ভাবনা লুকিয়ে রয়েছে। কিন্তু সকলের সেই আশায় জল ঢেলে দেন রিয়া নিজেই।

 Riya Sen

সৌন্দর্য, স্টাইল স্টেটমেন্ট, ফ্যাশন সেন্স, সর্বোপরি মাদকতা মেশানো দৃষ্টি, সবই ছিল রিয়ার। ছিল না শুধু অভিনয় দক্ষতা। ‘স্টাইল’, ‘ঝনকার বিটস’, ‘আপনা স্বপ্না মানি মানি’ এরকম আরও অনেক হিট সিনেমাতে অভিনয় করেছিলেন তিনি। কিন্তু মানুষের মনে দাগ কাটতে পারেনি তার অভিনয়। তা সত্ত্বেও সেই সময় মানুষের মুখে মুখে ফিরত রিয়ার নাম। কারণ? অভিনেত্রীর জীবনের একের পর এক বিতর্ক। যার সূত্রপাত ঘটে ২০১২ সালে।

২০১২ সালের ডিসেম্বর মাসে হঠাৎই রিয়ার একটি ছবি চারিদিকে ছড়িয়ে পড়ে। একটি নাইটপার্টিতে মুনমুন কন্যাকে অন্য এক মহিলাকে চুম্বন করতে দেখা যায়। এই ছবি ব্যাপক শোরগোল ফেলে দেয় বলিউডের অভ্যন্তরে। রিয়াকে সমকামী বলতে থাকেন অনেকে। এখানেই শেষ নয়। এরপর আবার রিয়ার একটি এমএমএস হঠাৎ ফাঁস হয়ে যায়। সেই সময় অস্মিত প্যাটেলের সঙ্গে সম্পর্কে ছিলেন রিয়া সেন। প্রথম প্রথম সম্পর্কটা বেশ ভালই এগোচ্ছিল। একদিন হঠাৎ অস্মিত তাদের অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও ক্লিপিং ফাঁস করে দেন। ব্যাস, এই এমএমএস যথেষ্ট ছিল বলিউডে রিয়ার কেরিয়ার ধংস করতে। আর কিছু বাকি থাকলেও সেটা নিজের হাতেই শেষ করেছিলেন রিয়া।

আরও পড়ুন : কেন অন্তরালে চলে গিয়েছিলেন সুচিত্রা সেন?

 Riya Sen

বলিউডে কখনও অক্ষয় খান্না, কখনও জন আব্রাহামের সঙ্গে রিয়ার সম্পর্কের খবর ছড়াতে থাকে। জন আব্রাহাম নাকি তাকে বিয়েও করতে চেয়েছিলেন। কিন্তু রিয়া চাননি। এছাড়াও কখনও প্রবীণ লেখক সালমান রুশদি, কখনও আবার ক্রিকেটার যুবরাজ সিং থেকে শ্রীশান্তের সঙ্গেও তার নাম জড়াতে থাকে। বলিউডেও রিয়ার কেরিয়ার সেভাবে এগোতে পারছিল না তার কিছু ভুল সিদ্ধান্তের কারণে। একের পর এক বি গ্রেড সিনেমাতে অভিনয় করছিলেন তিনি। যেটা তাকে ব্যাকফুটে নিয়ে যায়।

 Riya Sen

আরও পড়ুন : ৪০ পেরোলেও অবিবাহিত সুচিত্রার নাতনি, কেন বিয়ে করলেন না রাইমা সেন?

রিয়া কতটা দুঃসাহসী এবং বেপরোয়া ছিলেন তার প্রমাণ মেলে একটি ঘটনা থেকে। ‘রাগিনী এমএমএস’ সিনেমার শুটিং চলছিল তখন। রিয়ার সঙ্গে অভিনয় করছিলেন নিশান্ত মালকানি। দুজনের একটি ঘনিষ্ঠ দৃশ্য ছিল। সেই সময় অভিনয় করতে করতে নিশান্তের প্যান্ট টেনে খুলে ফেলেন রিয়া। যদিও এটা চিত্রনাট্যের অংশ ছিল না। রিয়া নিজে থেকেই এমনটা করেছিলেন। যুক্তি দেখিয়েছিলেন, এতে নাকি মহিলা দর্শকরা খুশি হবেন। যাইহোক, এতসব বিতর্কের পর ২০১৭ সালে শিবম তিওয়ারিকে বিয়ে করেন রিয়া সেন। বিয়ের পর অবশ্য আর কোনও ঘটনা ঘটাননি তিনি। ধারাবাহিকভাবে না হলেও এখনও টুকটাক সিনেমা এবং সিরিজে অভিনয় করেন তিনি। তবে সোশ্যাল মিডিয়াতে তার অনেক ফ্যান ফলোয়ার্স রয়েছেন।