বিয়ের পিঁড়িতে বসবেন মিঠাইয়ের ‘পিঙ্কিজি’! আলাপ করুন অনন্যার হবু বরের সঙ্গে

গোটা টলিউড জুড়ে যেন বিয়ের মরসুম চলছে। বিয়ের পিঁড়িতে বসছেন একের পর এক অভিনেতা এবং অভিনেত্রীরা। শ্বেতা-রুবেল, মল্লিকা-রুদ্রজিতের পর এবার অনন্যা গুহ। বাংলা সিরিয়ালের জনপ্রিয় এই অভিনেত্রীও বিয়ের তোড়জোড় শুরু করে দিলেন। কিছুদিন আগেই এনগেজমেন্টের কথা ঘোষণা করেছিলেন তারা। কার সঙ্গে প্রেম করছেন অনন্যা? কী করেন তার হবু বর?

দীর্ঘদিন ধরেই অনন্যার সঙ্গে ইউটিউবার সুকান্ত কুন্ডুর প্রেম চলছে। সম্প্রতি দেখা গিয়েছিল পাহাড়ে গিয়ে হাঁটু মুড়ে ফিল্মি স্টাইলে প্রেমিকাকে বিয়ের জন্য প্রপোজ করছেন সুকান্ত। এটা দেখে অনেকেই ভেবেছিলেন হয়তো বা এই ফেব্রুয়ারি মাসেই সাত পাকে বাঁধা পড়বেন দুজনে। যদিও এখনই বিয়ের পিঁড়িতে বসছেন না অনন্যা এবং সুকান্ত। আপাতত এনগেজমেন্ট এবং আশীর্বাদ পর্বটা সেরে নেবেন তারা। বিয়েটাও যে আর খুব বেশি দেরি নেই, সেটাও বেশ বোঝা যাচ্ছে।

Ananya-Sukanta

সুকান্তর সঙ্গে অনন্যার প্রেম শুরু হয় অল্প বয়সেই। ১৮ বছর পেরোতেই প্রেমে হাবুডুবু খেতে শুরু করেন দুজনে। আসলে অনন্যার দিদি অলোকানন্দাই বলতে গেলে সুকান্ত এবং অনন্যার প্রেমের ঘটকালি করেছিলেন। অনন্যাও বুঝেছিলেন সুকান্তই তার মনের মানুষ। মালদার ছেলে সুকান্ত মেঘনাদ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইঞ্জিনিয়ারিং করেন। এরপর চাকরির পাশাপাশি ইউটিউবের জন্য কনটেন্ট ক্রিয়েশন শুরু করেন তিনি। সেই ক্ষেত্রেই অনন্যার সঙ্গে তার আলাপ হয়।

আরও পড়ুন : ৯ বছরের সম্পর্কে ঠকিয়েছিল প্রেমিক! রুবেলের আগে কার সঙ্গে প্রেম করতেন শ্বেতা

Ananya-Sukanta

এই মুহূর্তে ফেসবুকে সুকান্তর তিন লক্ষ ফলোয়ার্স আছেন। ইউটিউবে তার সাবস্ক্রাইবার আছে ২ লক্ষ ৮১ হাজার। ভিডিও থেকে আয় তো হয়ই। সেই সঙ্গে ব্র্যান্ড প্রমোশন করেন তিনি। অন্যদিকে ইঞ্জিনিয়ারিং পেশাটাও তিনি ছাড়েননি। বর্তমানে টাকা কনসালটেন্সি সার্ভিসের অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন সুকান্ত। অনন্যা নিজেই সুকান্তকে বলেন তার ‘বড়লোক বর’। দুই পরিবারের তরফ থেকে কখনও এই সম্পর্কে কোনও আপত্তি জানানো হয়নি। দুজনেরই একে অপরের বাড়িতে আসা-যাওয়া আছে।

আরও পড়ুন : মায়ের বিয়ে দিল মেয়ে! দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন ‘গীতা এল এল বি’র মল্লিকা

Ananya-Sukanta

আগামী ২৫শে ফেব্রুয়ারি অনন্যা এবং সুকান্তর আশীর্বাদ। বিকেলে তাদের এনগেজমেন্ট পার্টি হবে। তবে বিয়েতেও খুব দেরি করতে চান না অনন্যা। মনের মানুষ যেখানে হাতের কাছেই রয়েছে সেখানে দেরিতে সমস্যা শুরু করার কোনও প্ল্যানিং নেই তার। অনন্যাকে বর্তমানে জি বাংলার ‘মিত্তির বাড়ি’ সিরিয়ালে অভিনয় করতে দেখা যাচ্ছে।