অবশেষে দিতিপ্রিয়ার নতুন নায়কের নাম ঘোষণা হয়েই গেল। ইন্দ্রনীল চ্যাটার্জী নন, রাহুল মজুমদারও প্রস্তাব ফিরিয়েছেন আগেই। অবশেষে জি বাংলার নতুন সিরিয়াল দিতিপ্রিয়ার বিপরীতে অভিনয় করতে আসছেন জিতু কমল। টলিউড ছেড়ে আবারও সিরিয়ালের দুনিয়াতে পা রাখতে চলেছেন জিতু। এই মুহূর্তে জি বাংলার এই নতুন সিরিয়ালের শুটিং চলছে জোর কদমে। অনেক রাখঢাক থাকলেও শেষ পর্যন্ত প্রকাশ্যে এল জিতুর নাম।
দিতিপ্রিয়ার নতুন সিরিয়ালের নায়ক জিতু কমল
বিগত বেশ কিছুদিন ধরেই দিতিপ্রিয়ার সিরিয়ালে ফেরার জল্পনা শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত এসভিএফের প্রযোজনায় জি বাংলাতে মুক্তি পায় ‘তোমাকে ভালবেসে’ সিরিয়ালের প্রোমো। করুণাময়ী রানী রাসমনির পর এটা দিতিপ্রিয়ার দ্বিতীয় সিরিয়াল। এর প্রথম প্রোমোতে শুধু নায়িকাকেই দেখানো হয়। নায়ককে দেখানো হয়নি। আসলে শুরুতে এই সিরিয়ালের জন্য রাহুল মজুমদারকে কাস্ট করা হয়েছিল। তিনি সময় দিতে পারবেন না বলে নতুন নায়কের খোঁজ চলছিল। তাই প্রোমো নায়ককে ছাড়াই রিলিজ করা হয়।
তোমাকে ভালোবেসে সিরিয়ালের প্রোমো
প্রোমোতে দেখানো হয়েছিল নায়িকা খুবই সাধারণ একটি মেয়ে। সাইকেল নিয়ে গ্রামের রাস্তায় রাস্তায় একটা হেলিকপ্টারের পেছনে ছুটে চলেছে সে। তার বান্ধবীরা তাকে প্রশ্ন করেন এভাবে মাটি থেকে কি হেলিকপ্টারের পেছনে ছুটে যাওয়া যায়? দিতিপ্রিয়া উত্তর দেন তিনি মাটিতে পা রাখতে জানেন। যখন ইচ্ছে থামা যায়, যখন ইচ্ছে ছোটা যায়। তখনই অন্য একজন তাকে প্রশ্ন করেন, ‘‘যদি মনের মানুষ হেলিকপ্টারে চলে আসে তাহলে তার পেছনে ছুটবি কীভাবে?” এতেও নায়িকা উত্তর দেন, ”ভালোবাসা সত্যি হলে সে মাটিতে নেমে আসবে।”
আরও পড়ুন : দিদি নাম্বার ওয়ান অতীত! সুদীপ্তার লাখ টাকার শো-তে অডিশন কীভাবে দেবেন?
আরও পড়ুন : জগদ্ধাত্রীতে দুর্গার নায়ক কে হবেন? সিরিয়ালে পা রাখছেন এই অভিনেতা
দর্শকদের জন্য থাকবে বিশেষ চমক
এরপরই প্রকাশ্যে এলো সিরিয়ালের শুটিংয়ের একটি ঝলক। নতুন প্রোমোর শুটিং হবে কাশ্মীরে। নায়ক ও নায়িকা ইতিমধ্যেই কাশ্মীর পাড়ি দিয়েছেন। জিতু এবং দিতিপ্রিয়া দুজনেই কাশ্মীর থেকে বরফাবৃত পাহাড়ের ছবি পাঠিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। এই প্রথমবার কোনও বাংলা সিরিয়ালের শুটিং হচ্ছে কাশ্মীরে। জিতু এবং দিতিপ্রিয়া দুজনই এখন টলিউড কাঁপাচ্ছেন। তারা যখন নতুন কোনও সিরিয়াল নিয়ে আসছেন তারমানে ধরে নিতে হয় দর্শকদের জন্য ভাল কোনও চমক অপেক্ষা করছে। তাই দর্শকরাও এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন নতুন এই সিরিয়ালের জন্য।