মাত্র ২৩ বছর বয়সেই ২৫০ কোটি টাকার মালকিন! সিরিয়ালের এক একটি পর্ব পিছু তার পারিশ্রমিক থাকে ১৮ লক্ষ টাকা! জনপ্রিয়তা এবং উপার্জনের বিচারে শাহরুখ, সালমান, আমির খানদের গুনে গুনে দশ গোল দিতে পারেন এই অভিনেত্রী। জানেন তিনি কে? না, তিনি বলিউড কিংবা দক্ষিণের কোনও সিনেমার অভিনেত্রী নন। তিনি হিন্দি সিরিয়ালের একজন নায়িকা। নাম তার জান্নাত জুবাইয়ের।
জান্নাতের বয়স মাত্র ২৩ বছর। এতোটুকু বয়সেই তিনি সফলতার শিখরে উঠেছেন। ২০০১ সালে মুম্বাইতে জন্মগ্রহণ করেন তিনি। খুব ছোটবেলা থেকেই কর্মজীবন শুরু হয়েছে তার। ছোটবেলাতে শিশু শিল্পী হিসেবে কাজ করতে করতে আজ তিনি ইন্ডাস্ট্রির টপ নায়িকা। তার প্রথম সিরিয়াল ছিল এনডি টিভির ‘চাঁদ কে পার চলো’। সেটা ছিল ২০০৮ সাল। তারপর কেটে গিয়েছে বেশ কয়েকটা বছর। আজ জান্নাত টিভি সিরিয়ালের সেরা নায়িকা। পাচ্ছেন সর্বোচ্চ পারিশ্রমিক।
জান্নাত জুবাইয়ের সিরিয়াল
জান্নাত এরপর অভিনয় করেন ‘দিল মিল গয়ে’, ‘কাশি’, ‘ফুলওয়া’, ‘মহারানা প্রতাপ’, ‘তু আশিকি’, ‘ফিয়ার ফাইলস’ ইত্যাদি আরও সব জনপ্রিয় সিরিয়ালে। সেই সঙ্গে রানী মুখার্জির ‘হিচকি’ সিনেমাতেও অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। বেশ কিছু রিয়েলিটি শো এর অংশ হয়েছিলেন জান্নাত যেমন ফিয়ার ফ্যাক্টর, লাফটার শেফ ইত্যাদি। সেই সঙ্গে অনেক মিউজিক ভিডিওতেও জান্নাতকে দেখা গিয়েছে। কাজেই সোশ্যাল মিডিয়াতেই তার জনপ্রিয়তা অনেক। ফিয়ার ফ্যাক্টরের অংশ হিসেবে পর্ব কিছু তিনি ১৮ লক্ষ টাকা পেতেন। লাফটার শেফ থেকে পেতেন ২ লক্ষ টাকা। এছাড়া প্রতিটি পোষ্টের জন্য সোশ্যাল মিডিয়া থেকে তার আয় হয় ১.৫ লক্ষ থেকে ২ লক্ষ টাকা।
আরও পড়ুন : ভয়াবহ দুর্ঘটনায় পুড়ে গিয়েছিল মুখ, যন্ত্রণা সহ্য করেও শুটিং করেছেন মৈত্রেয়ী রায়
আরও পড়ুন : নায়িকা থেকে খলনায়িকা! বহুদিন পর আবার সিরিয়ালে ফিরছেন এই জনপ্রিয় অভিনেত্রী
জান্নাত জুবাইয়ের ফলোয়ার্সের সংখ্যা
এই মুহূর্তে জনপ্রিয়তার বিচারে শাহরুখ খানকেও টেক্কা দিচ্ছেন তিনি। ইনস্টাগ্রামে শাহরুখের মোট ফলোয়ার্সের সংখ্যা ৪৬ মিলিয়নের বেশি। সেই জায়গায় জান্নাতের ফলোয়ার্সের সংখ্যা ছুঁয়েছে ৪৯.৭ মিলিয়ন। তিনি যে শাহরুখ খানকেও পেছনে ফেলে দিয়েছেন এটা বর্তমানে অনেক বড় একটা খবর। বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ আড়াইশো কোটির বেশি। যা বলিউডের অনেক বড় বড় অভিনেত্রীর থেকেও বেশি।