বলিউডে পা রাখবেন কুম্ভ মেলার মোনালিসা! বড় ঘোষণা করলেন পরিচালক

মহাকুম্ভ মেলায় ভাইরাল! এবার সোজা বলিউডে চান্স পেলেন মোনালিসা। কুম্ভ মেলায় মালা বিক্রি করতে এসে রীতিমত বলিউডি কায়দায় ভাইরাল হন বছর ষোলোর মোনালিসা। মায়াবী চোখ, মিষ্টি হাসি, সহজ‍-সরল মেয়েটির এক মুহূর্তে জিতে নিয়েছে কোটি কোটি মানুষের মন। সেই মোনালিসাকে এই এবার দেখা যাবে বলিউড সিনেমায়। সানোজ মিশ্রের রোমান্টিক সিনেমা ‘মণিপুর ডায়ারিজে’ মোনালিসা হবেন সেকেন্ড লিড।

সম্প্রতি সানোজ মিশ্র নিজেই পৌঁছে গিয়েছেন কুম্ভ মেলাতে। উদ্দেশ্য, কুম্ভ মেলা স্নান এবং মোনালিসাকে তার সিনেমার প্রস্তাব দেওয়া। এক ঢিলে দুই কাজ সেরে নিলেন তিনি। নিজের সিনেমার জন্য তার খুবই পছন্দ হয়েছে মোনালিসাকে। তার কথায়, “এই ভাইরাল হওয়ার দুনিয়ায়, বেশিরভাগ সময়ই দেখা যায়, অশ্লীল ভিডিও করেই ভাইরাল হচ্ছে সবাই। সেখানে মোনালিসার মুখের মধ্যে একটা নম্রতা রয়েছে। চোখ দুটো নিষ্পাপ। কোনও অশ্লীলতা না করেই সবার কাছে প্রিয় হয়ে উঠেছে। আমার এই ব্যাপারটাই ভালো লাগে মোনালিসার। আর সেই কারণেই ওকে বেছে নেওয়া। ”

MONALISA

সানোজ আরও জানালেন, ”আমার পরবর্তী ছবি মণিপুর ডায়ারিজ। এই ছবিতে মোনালিসা সেকেন্ড লিড। এই চরিত্রের জন্য আমি ঠিক যেমন মেয়ে চেয়েছিলাম, মোনালিসা একেবারেই তাই। মহাকুম্ভ স্নানে অংশ নেওয়ার পাশাপাশি, মোনালিসা ও তাঁর পরিবারের সঙ্গে ছবি নিয়ে কথা বলব। মোনালিসা কিন্তু ছবিতে অভিনয় করতে ইচ্ছেপ্রকাশ করেছেন। এবার ওর সঙ্গে দেখা করে সব প্ল্যান করতে হবে। অন্তত, তিন থেকে চারমাস ওয়ার্কশপ করতে হবে। আসলে আমার অন্যান্য কাস্ট তৈরি। মার্চ মাস থেকেই ছবির শুটিং শুরু। তবে ওকে তৈরি করেই ক্যামেরার সামনে আনব।”

আরও পড়ুন : চা ওয়ালা থেকে রাবড়ি বাবা! কুম্ভমেলার এই সাধুবাবাদের সম্পর্কে জানলে অবাক হবেন

MONALISA

আরও পড়ুন : ‘ছিঃ ছিঃ ছিঃ রে ননি ছিঃ’ গানটি বাংলায় হলে কেমন হত? শুনে নিন গানটির বাংলা ভার্সন

মোনালিসাও নাকি এই সিনেমাতে অভিনয় করার ইচ্ছে প্রকাশ করেছেন। তাকে এই সিনেমায় এক্স আর্মি অফিসারের মেয়ের চরিত্রে দেখা যাবে। যদিও কিছুদিন ধরেই শোনা যাচ্ছে অল্লু অর্জুনের ‘পুষ্পা ৩’ সিনেমা দিয়েই নাকি মোনালিসার সিনেমায় অভিষেক হবে। তবে কি দক্ষিণের বদলে বলিউডে মোনালিসার অভিষেক আগে ঘটবে? কি মনে হয় আপনার? কোনটা হলে আপনি খুশি হবেন? লিখে জানান কমেন্টে।