দিদি নাম্বার ওয়ান অতীত! সুদীপ্তার লাখ টাকার শো-তে অডিশন কীভাবে দেবেন?

জি বাংলার দিদি নাম্বার ওয়ানের দিন এবার শেষ। টেলিভিশনের পর্দায় চলে এসেছে একেবারে নতুন ধামাকা ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’। যেখানে জিতলে পাবেন এক লক্ষ টাকার পুরস্কার। দিদি নাম্বার ওয়ানকেও টেক্কা দিতে সান বাংলায় শুরু হতে চলেছে এই নতুন রিয়েলিটি গেম শো। যার সঞ্চালনা করবেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। কীভাবে যাবেন এই শোতে? খেলায় অংশ নিতে অডিশন কোথায় দেবেন? রইল তার সুলুক সন্ধান।

লাখ টাকার লক্ষ্মীলাভ

দিদি নাম্বার ওয়ান এর মত এই বাংলার মেয়ে ও বউদের ঘরের কথা তুলে ধরতে আসছে লাখ টাকার লক্ষ্মীলাভ। শত বাধা-বিপত্তি সত্ত্বেও ঘরের লক্ষ্মীরা কিভাবে নিজের জীবনের স্বপ্ন পূরণ করেন সেই সব গল্প তুলে ধরা হবে এই অনুষ্ঠানে। আর হ্যাঁ, তার সঙ্গে তো বিভিন্ন ধরনের মজার মজার খেলা এবং পুরস্কার জিতে নেওয়ার সুযোগ থাকছেই। যদি এটা অংশগ্রহণ করতে যান তাহলে আপনাকে অডিশন দিতে হবে। আর অডিশন দেওয়ার প্রক্রিয়াও জানানো হলো এবার।

 Lakh Takar Lokkhi Labh

কীভাবে অডিশন দেবেন? 

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই নতুন রিয়েলিটি শোয়ের অডিশন পর্ব। অডিশন হবে আগামী ২৩ শে জানুয়ারি থেকে ২৬ শে জানুয়ারি পর্যন্ত। অডিশনের স্থান বাগবাজার সার্বজনীন দুর্গাপুজোর মাঠ। তাই যারা এই নতুন গেম শোতে অংশ নিতে চান তাদের এই কদিনের মধ্যেই নির্দিষ্ট জায়গাতে গিয়ে অডিশন দিয়ে আসতে হবে। প্রত্যেকদিন দুপুর ১টা থেকে রাত ১০ টা পর্যন্ত অডিশন নেওয়া হবে। অডিশনের জন্য লাগবে শুধু আবেদনকারীর একটি কালার পাসপোর্ট সাইজ ছবি। এছাড়া আর কিছু লাগছে না।

আরও পড়ুন : হয়ে গেল অন্তিম শুটিং‌! বন্ধের মুখের স্টার জলসার এই জনপ্রিয় সিরিয়াল

 Lakh Takar Lokkhi Labh

আরও পড়ুন : আসছে নতুন সিরিয়াল! চিরসখাকে জায়গা দিতে একসঙ্গে স্লট হারালো এই ২ সিরিয়াল

অডিশনের সম্পূর্ণ প্রক্রিয়াটি বিনামূল্যেই হবে। আলাদা করে কোনও চার্জ দিতে হবে না। এরই মধ্যে নেট মাধ্যমে সুদীপ্তার শো কে বলা হচ্ছে দিদি নাম্বার ওয়ান ২। যদিও এই প্রসঙ্গে অভিনেত্রীর বক্তব্য, “একটা শো যখন আসছে ততক্ষন কাজটা আমি মন দিয়ে করার মত চেষ্টা করব। দিদি হতে আমার ভালোই লাগে। আমার থেকে বেশি বয়সীরাও আমায় দিদি বলে ডাকলে খারাপ ভাবিনা। ওঁরা আমায় ভালোবাসেন, আমার কাজকে সন্মান জানিয়ে ডাকেন। আর নাম্বারিং-এ আমি বিশ্বাসী নই।”