মেয়েরাই চোখের মণি! আলাপ করুন শাশ্বত চ্যাটার্জীর দুই মেয়ের সঙ্গে

টলিউড অভিনেতা শাশ্বত চ্যাটার্জীর মেয়ে হিয়া চ্যাটার্জীকে এখন নেট নাগরিকরা প্রায় সকলেই জানেন। শাশ্বতর মেয়ে এখন রীতিমত তরুণী। ভবিষ্যতে তিনিও পা রাখবেন টলিউডে। তার রূপ দেখে নেট নাগরিকরা মুগ্ধ। তবে জানেন কি হিয়া শাশ্বতর একমাত্র মেয়ে নন? তার নাকি আরও একটি মেয়ে রয়েছে। সম্প্রতি দ্বিতীয় কন্যা সন্তানের সঙ্গে নেট নাগরিকদের আলাপ করালেন অভিনেতা।

বর্তমানে টলিউড থেকে বলিউড ছুটে বেড়াচ্ছেন শাশ্বত। তবে কাজের বাইরে তিনি একেবারেই ফ্যামিলি ম্যান। পরিবারে তার কাছে সব থেকে বড়। স্ত্রী এবং কন্যাকে সময় দেওয়াটাই তার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। তবে এতদিন সকলে শাশ্বতর মেয়ে হিসেবে হিয়াকেই চিনতেন। কিন্তু সম্প্রতি অভিনেতা জানিয়েছেন হিয়া তার বড় মেয়ে। তার আরও একটি মেয়ে রয়েছে। তার নাম ব্র্যান্ডি চট্টোপাধ্যায়। সে আসলেই চট্টোপাধ্যায়ের পরিবারের আদরের পোষ্য। তবে তাকে নিজের সন্তানের মতই ভালোবাসেন শাশ্বত।

শাশ্বত চ্যাটার্জীর ছোট মেয়ে কে?

Saswata Chatterjee`s Daughter

সম্প্রতি দুই মেয়ের ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন অভিনেতা। সেই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, “বাড়ি ফেরা মানে আমার দুই কন্যা সন্তানের কাছে ফেরা। একজন হিয়া চট্টোপাধ্যায় অন্যজন ব্র্যান্ডি চট্টোপাধ্যায়।” এতদিনে নিজের দ্বিতীয় কন্যা সন্তানের সঙ্গে আলাপ করালেন শাশ্বত। সোশ্যাল মিডিয়াতে হিয়া এবং ব্র্যান্ডির মিষ্টি আদুরে ছবি দেখে নেট নাগরিকরাও প্রশংসায় পঞ্চমুখ।

আরও পড়ুন : সত্যজিতের সঙ্গে প্রেম, স্বামীর সঙ্গে সেপারেশন! মাধবী মুখার্জির জীবন বিতর্কে ভরা

Saswata Chatterjee`s Daughter

আরও পড়ুন : দ্য গ্রেট খালির স্ত্রীকে চেনেন? দেখুন খালির সুন্দরী স্ত্রীকে কেমন দেখতে

শাশ্বত চ্যাটার্জীর মেয়ে হিয়া চ্যাটার্জী

খুব তাড়াতাড়িই নাকি টলিউডে পা রাখবেন হিয়া। তিনি নাচ শেখেন। অভিনয়ের প্রতিও তার খুব আগ্রহ আছে। যদিও মেয়ে কি করবেন এখনই সেই নিয়ে বিশেষ মন্তব্য করতে রাজি নন শাশ্বত ও তার পরিবার। কিন্তু সোশ্যাল মিডিয়াতে দিনে দিনে হিয়ার জনপ্রিয়তা বাড়ছে। নেট নাগরিকরা মনে করছেন হিয়া তার ঠাকুরদা শুভেন্দু চ্যাটার্জী এবং বাবা শাশ্বত চ্যাটার্জীর মুখ রাখতে পারবেন ইন্ডাস্ট্রিতে এলে। তাই এখন তারা হিয়ার টলিউড ডেবিউর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।