‘সস্তার অল্লু অর্জুন!’ ‘পুষ্পা’র নকল করায় নেট মাধ্যমে প্রবল কটাক্ষের মুখে আদৃত রায়

কিছুতেই টিআরপি বাড়ছে না জি বাংলার নতুন সিরিয়াল মিত্তির বাড়ির। অথচ এই সিরিয়ালটি হিট হওয়ারই ছিল যেখানে নায়ক রয়েছেন খোদ আদৃত রায়। মিঠাই সিরিয়াল খ্যাত এই অভিনেতার এটা দ্বিতীয় সিরিয়াল। সিরিয়ালটিকে নিয়ে অনেক আশা ছিল আদৃত ভক্তদের। কিন্তু নাছোড়বান্দা নির্মাতারাও। দর্শক টানতে তাই এবার মিত্তির বাড়ির সেট হয়ে উঠলো অল্লু অর্জুনের ‘পুষ্পা’র সেট। তবে পুষ্পা এবং শ্রীবল্লীর ভঙ্গিমায় নেচেও দর্শকদের মন জয় করতে পারলেন না মিত্তির বাড়ির রুদ্র ও জোনাকি।

আদৃত রায় এবং পারিজাত চৌধুরীর জুটিটা প্রথম থেকেই এই সিরিয়ালে খুব একটা ভালো সাড়া পাচ্ছে না। তবুও টিআরপি তোলার জন্য নিত্যনতুন চমক আনা হচ্ছে ধারাবাহিকের গল্পে। ইতিমধ্যেই ধ্রুব এবং জোনাকির বিয়ে হয়েছে নাটকীয়ভাবে। কিন্তু তাদের বিয়ের পর নতুন নতুন বিপদ আসছে। ধ্রুবুর সঙ্গে ঘুরতে বেরিয়ে জোনাকিকে তুলে নিয়ে যায় গুন্ডারা। জোনাকিকে উদ্ধার করে নিয়ে ফেরে ধ্রুব। কিন্তু এই ঘটনার পেছনে কে রয়েছে সেটা জানতে মরিয়া হয়ে ওঠে তারা।

Mittir Bari

এরপরই দেখা যায় আসল অপরাধীকে ধরতে একটি পানশালায় পৌঁছে গিয়েছে ধ্রুব এবং জোনাকি। কিন্তু ছদ্মবেশ নিতে হয়েছে তাদের। পুষ্পা এবং শ্রীবল্লীর সাজে সে যে তারা পানশালায় পৌঁছায় এবং সেখানে গিয়ে নাচ গানও করেন। আদৃত এবং পারিজাতকে এইভাবে পুষ্পার নকল করতে দেখে সোশ্যাল মিডিয়াতে সমালোচনার ঝড় বইছে। কেউ কেউ আদৃতকে ‘সস্তার অল্লু অর্জুন’ বলে কটাক্ষ করছেন। যদিও এই মন্তব্যের কোনও জবাব দেননি আদৃত।

আরও পড়ুন : আসছে নতুন সিরিয়াল! চিরসখাকে জায়গা দিতে একসঙ্গে স্লট হারালো এই ২ সিরিয়াল

Mittir Bari

আরও পড়ুন : কেউ দেখছে না! রাতারাতি বন্ধের মুখে জি বাংলার এই ২ টি সিরিয়াল

তবে এখন দেখার গল্পের এই নতুন চমক আদতে সিরিয়ালের টিআরপি বাড়াতে পারে কিনা। কারণ শুরু হওয়ার পর থেকেই স্টার জলসার শুভ বিবাহ সিরিয়ালের বিপরীতে বিশেষ মাথা তুলে দাঁড়াতে পারছে না মিত্তির বাড়ি। ধারাবাহিকের কাস্টিংয়ে চমক থাকলেও গল্পটা দর্শকদের খুব একটা টানতে পারছে না। টিআরপি তালিকাতে সেরা দশের মধ্যে থাকলেও কয়েক সপ্তাহ পেরিয়েও মিত্তির বাড়ির স্লট জিততে পারেনি। তবে আশা ছাড়ছেন না আদৃতের ভক্তরা। মিঠাইয়ের মত এই সিরিয়ালও হিট হবে। এমনটাই বিশ্বাস তাদের।

মিত্তির বাড়ির নতুন প্রোমো