সত্যজিতের সঙ্গে প্রেম, স্বামীর সঙ্গে সেপারেশন! মাধবী মুখার্জির জীবন বিতর্কে ভরা

বাংলা সিনেমার স্বর্ণযুগের শিল্পী মাধবী মুখার্জি। দর্শকদের কাছে আজও তিনি চারুলতা। মৃণাল সেন, ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায় থেকে শুরু করে পূর্ণেন্দু পত্রী, টলিউডের প্রথম সারির প্রত্যেক পরিচালকের নায়িকা হিসেবে প্রথম পছন্দই ছিলেন তিনি। কিন্তু তার জীবন জুড়ে রয়েছে অনেক বিতর্ক। সত্যজিৎ রায়ের সঙ্গে প্রেম, নিজের বিবাহিত জীবনে সমস্যা, ইত্যাদিতে মাধবীকে নিয়ে অনেক চর্চা চলেছে টলিউডের অন্দরে।

মাধবী মুখার্জীর স্বামী কে?

মাধবী মুখার্জীর স্বামী নির্মল কুমারও একজন অভিনেতা। বিয়ের ২৫ বছর পর স্বামীর থেকে আলাদা থাকতে শুরু করেন মাধবী। তারপরেও কেটে গিয়েছে বেশ কয়েকটা বছর। কিন্তু স্বামীকে এখনও ডিভোর্স দেননি তিনি। কেন জানেন? আসলে মাধবীর ছোটবেলাটা একেবারেই সুখের ছিল না। মা ও বাবার মধ্যে রোজ রোজ অশান্তি দেখে বড় হয়েছেন তিনি। এই ঘটনা ছোট্ট মাধবীর মনে অনেক প্রভাব ফেলেছিল।

 Madhabi Mukherjee And Nirmal Kumar

স্বামীর থেকে কেন আলাদা থাকেন মাধবী?

নিজের বিয়ের পরেও যখন স্বামীর সঙ্গে মানিয়ে নিতে পারছিলেন না, তখন তিনি মেয়েদের কথা ভেবে স্বামীর থেকে আলাদা হয়ে যান। তারা আলাদা হয়েছিলেন ঠিকই, তবে মেয়েদের দায়িত্ব দুজনেই সমান ভাবে পালন করেছেন। আসলে মাধবী চাননি তার সন্তানদের শুনতে হোক যে তাদের মা ডিভোর্সী। তার মেয়েদের জীবনটা যাতে তার মত না হয়, সেই কারণেই স্বামীর থেকে আলাদা হয়েছিলেন তিনি। কিন্তু তিনি বুঝেছিলেন তার সন্তানদের বাবাকেও প্রয়োজন। তাই তারা কো প্যারেন্টিং এর পথে হাঁটেন।

আরও পড়ুন : প্রথম বিয়ে ছিল দুর্বিষহ! বিবাহিত জীবনে চরম অশান্তিতে ভুগেছেন কৌশিক-লাবণী

Madhabi Mukherjee And Satyajit Roy

আরও পড়ুন : তার প্রেমে হাবুডুবু খেতেন সত্যজিৎ রায়, তবুও কেন দূরে সরে গিয়েছিলেন মাধবী মুখোপাধ্যায়?

মাধবী মুখার্জির সঙ্গে আবার সত্যজিৎ রায়ের সম্পর্ক

মাধবী মুখার্জির সঙ্গে আবার সত্যজিৎ রায়ের সম্পর্ক নিয়েও অনেক জল্পনা রয়েছে। বিবাহিত সত্যজিৎ নাকি মাধবীর প্রেমে পড়েছিলেন। মাধবীর মনেও সত্যজিতের জন্য দুর্বলতা ছিল। কিন্তু তিনি সত্যজিতের সংসার ভাঙতে চাননি। সেই কারণেই তিনি এই সম্পর্ককে এগোতে দেননি। সে যাই হোক, স্বামীর সঙ্গে আলাদা থাকলেও দুজনের মধ্যে এতোটুকুও মনোমালিন্য নেই এখন। আজও স্বামীর জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানে মাধবীর গোটা পরিবার একসঙ্গে আনন্দে মেতে ওঠেন।