কুম্ভমেলার মোনালিসা এবার সিনেমার নায়িকা! নায়ক দক্ষিণের এক নম্বর সুপারস্টার

কুম্ভমেলায় মোনালিসাকে এতদিনে নিশ্চয়ই চিনে গিয়েছেন আপনি? মালা বিক্রি করতে এসে ভাইরাল এই মেয়ের রূপে রীতিমত মুগ্ধ নেট নাগরিকরা। তার মায়াবী চোখ থেকে চোখ সরাতে পারা যায় না। ভাইরাল হওয়ার পর থেকেই মোনালিসাকে নিয়ে অনেক জল্পনা শুরু হয়েছে নেট পাড়ায়। এখন শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নাকি সিনেমা দুনিয়াতে প্রবেশ ঘটবে তার। তার নায়ক হতে চলেছেন দক্ষিণের জনপ্রিয় এক সুপারস্টার।

কুম্ভ মেলায় মালা বিক্রি করতে এসে কার্যত ভাগ্য ঘুরে গিয়েছে মোনালিসার। তার একটি ভিডিও তুলে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছিলেন এক ব্যক্তি। তারপর থেকেই হু হু করে ছড়াতে থাকে মোনালিসার সেই ভিডিও। রাতারাতি ভাইরাল হয়ে জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছে তার। তার ধূসর চোখ, মিষ্টি হাসি এসব দেখে সকলেই বলছেন সিনেমার নায়িকা হওয়ার মত সব যোগ্যতা রয়েছে বছর ষোলোর এই মেয়েটির। সত্যিই এবার সেই জল্পনা সত্যি হল। সুপারস্টার অল্লু অর্জুনের নায়িকা হওয়ার সুযোগ পেলেন মোনালিসা।

MONALISA

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, অল্লু অর্জুনের সিনেমার জন্য নাকি ইতিমধ্যেই প্রস্তাব পেয়ে গিয়েছেন মোনালিসা। তাকে নাকি অল্লুর পুষ্পা সিনেমার তৃতীয় পার্টে দেখা যাবে। এদিকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে মোনালিসার একের পর এক ভিডিও। একটি ভিডিওতে দেখা গেল বিউটি পার্লারে গিয়ে নিজেকে সুন্দর করে সাজিয়ে তুলছেন মোনালিসা। যাকে নিয়ে এত মাতামাতি তার এসব নিয়ে কী বক্তব্য?

আরও পড়ুন : সুর তালের পিন্ডি চটকে গান গাইলেন শুভশ্রী, শুনলে কানে আঙ্গুল চাপা দেবেন আপনি

MONALISA

আরও পড়ুন : ‘ছিঃ ছিঃ ছিঃ রে ননি ছিঃ’ গানটি বাংলায় হলে কেমন হত? শুনে নিন গানটির বাংলা ভার্সন

সোশ্যাল মিডিয়াতে এত মাতামাতি মোটেই পছন্দ হচ্ছে না মোনালিসার। একেবারে সাধারণ নিম্নবিত্ত পরিবারের মেয়েটির সংসার চলে রঙিন পাথর বিক্রির ব্যবসা করে। মা-বাবা এবং ভাইবোনদের নিয়ে তার সংসার। পড়াশোনাতে তার একদমই মন নেই। তবে সেসব নিয়ে সে ভাবেও না। পরিবারকে সাহায্য করার জন্য সেও রঙিন পাথরের মালা নিয়ে বেরিয়ে পড়েছিল কুম্ভ মেলায়। কিন্তু এরপরই বদলে গেল তার ভাগ্য। আগামী দিনে কি সত্যিই সিনেমার পর্দায় দেখা মিলবে মোনালিসার? উত্তর দেবে সময়।