ভোগ ছেড়ে ত্যাগের পথে! বলিউড ছেড়ে সন্ন্যাসিনী হয়ে জীবন কাটাচ্ছেন এই ৫ সুন্দরী নায়িকা

বলিউড সুন্দরী থেকে সন্ন্যাসিনী। টাকা-পয়সা, যশ-খ্যাতির মোহ ত্যাগ করে এখন খুবই সাধারণভাবে জীবন কাটাচ্ছেন বলিউডের এই ৫ নায়িকা। যারা একসময় বলিউডের সেরা নায়িকাদের মধ্যে অন্যতম ছিলেন। তাদের রূপ এবং গ্ল্যামারে মুগ্ধ ছিল গোটা দেশ। তারাই একটা সময় পর গ্ল্যামার দুনিয়া ছেড়ে খুবই সাধারণ জীবন বেছে নেন। ধর্মপথেই বাকি জীবনটা কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন। এই সুন্দরীরা। দেখুন সেই তালিকা।

বরখা মদন : মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন বরখা। তারপর তিনি প্রবেশ করেন বলিউডে। ২০০৩ সালে রামগোপাল ভার্মার ভূত সিনেমাতে অভিনয় করেছিলেন তিনি। কিন্তু ২০১২ সালের নভেম্বর মাসে এক বৌদ্ধ সন্ন্যাসিনী হওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এখন বলিউড থেকে অনেক দূরে পাহাড়ের কোলে একটি বৌদ্ধ মঠে সন্ন্যাসিনীর জীবন যাপন করছেন তিনি।

Anagha Bhosale

অনঘা ভোঁসলে : এই অভিনেত্রীকে স্টার প্লাসের অত্যন্ত জনপ্রিয় সিরিয়াল ‘অনুপমা’তে অভিনয় করতে দেখেছেন দর্শকরা। কিন্তু অভিনয় ছেড়ে দিয়ে ধর্ম পথে চলার সিদ্ধান্ত নিয়েছেন অনঘা।

মমতা কুলকার্নি : ৯০ এর দশকের এই সুন্দরীর জীবনে রয়েছে অনেক বিতর্ক। শাহরুখ-সালমানদের নায়িকা আন্ডারওয়ার্ল্ড ডনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে দেশ ছেড়েছিলেন। তারপর বলিউড থেকে হারিয়েই যান তিনি। বহু বছর পর তাকে আবার দেখা যায় তবে সন্ন্যাসিনীর বেশে। মমতা ১২ বছর তপস্যা করে কাটিয়েছেন।

আরও পড়ুন : কেন কপিল শর্মা শো ছেড়ে দিয়েছিলেন উপাসনা সিং? বিস্ফোরক অভিযোগ অভিনেত্রীর

Ishika Taneja

ঈশিকা তানেজা : মডেল তথা অভিনেত্রী হিসেবে জনপ্রিয় ঈশিকাও অল্প বয়সেই গ্ল্যামার দুনিয়া ছেড়ে ধর্ম পথে যাওয়ার সিদ্ধান্ত নেন। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে তার নাম রয়েছে। বর্তমানে তিনি তপস্যা করে দিন অতিবাহিত করছেন।

আরও পড়ুন : আধপেটা খেয়ে বা উপোস করেই কেটেছে দিন! রাজকুমার রাওয়ের জীবন সিনেমার থেকে কম নয়

Neeta Mehta

নীতা মেহতা : বলিউডে বেশকিছু সিনেমাতে অভিনয় করেছিলেন নীতা। কিন্তু কিছুদিন পর তার মনে হয় ভোগের মধ্যে সুখের কিছুই নেই। বয়স একটু বাড়তেই তিনি পার্থিব সুখ-স্বাচ্ছন্দ্য ত্যাগ করে ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করেন।