হাতের সময় আর মাত্র ৬ মাস। সোশ্যাল মিডিয়া জুড়ে এখন শুধুই ছোট্ট অস্মিকা দাসের প্রাণভিক্ষার পোস্ট ঘুরছে। দিন যত এগোচ্ছে ততই একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে ছোট্ট মেয়েটি। তাকে বাঁচাতে পারে শুধু একটি ইনজেকশন। তবে সেই ইঞ্জেকশন পেতে হলে অস্মিকার বাবা-মাকে খরচ করতে হবে ১৬ কোটি টাকা। এত সামর্থ্য নেই এই মধ্যবিত্তে পরিবারটির। তাই তারা কড়া নেড়েছেন সমাজ মাধ্যমের দরজায়। সাধারণ মানুষ থেকে তারকা, অস্মিকার প্রাণ বাঁচাতে দলে দলে মানুষ এগিয়ে আসছেন। এবার সেই দলে নাম লেখালেন অরিজিৎ সিংও।
স্পাইনাল মাসকিউলার অ্যাট্রফি নামের এক বিরল রোগে আক্রান্ত হয়েছে এক বছরের অস্মিকা। জন্মের পরই তার শরীরে এই মারাত্মক রোগ ধরা পড়ে। চিকিৎসকরা সময় বেঁধে দিয়েছেন। ৬ মাসের মধ্যে জোগাড় করে আনতে হবে এই রোগের একমাত্র ওষুধ ওই ইনজেকশনটি। কিন্তু এত টাকা কোথায় পাবেন অস্মিকার বাবা ও মা? তাই সোশ্যাল মিডিয়াতে হাত পাততেই দলে দলে মানুষ এগিয়ে এসেছেন তাদের সাহায্য করতে। এগিয়ে এসেছেন রুপম ইসলাম, কৈলাস খেরের মত সেলিব্রেটিরাও। অস্মিকার কথা অরিজিৎ সিংয়ের কানে যেতেই তিনিও বাড়িয়ে দিলেন সাহায্যের হাত।
মেয়ের প্রাণ বাঁচাতে শুধু সাধারণ মানুষের কাছে নয়, তারকাদের দরজায় দরজায় ঘুরছেন অস্মিকার বাবা ও মা শুভঙ্কর দাস এবং লক্ষ্মী দাস। অনেকেই তাদের সাহায্য করেছেন। তবে টলিউড সুপার স্টার দেব নাকি কথা দিয়েও এখনও সাহায্য করেননি ছোট্ট মেয়েটিকে। কিন্তু গায়ক অরিজিৎ সিং নিজেই এগিয়ে এসেছেন অস্মিকাকে বাঁচাতে। আগেই তিনি জানিয়েছিলেন ছোট্ট মেয়েটির পাশে থাকবেন। সেইমত অস্মিকার চিকিৎসার জন্য নীরবেই সাহায্যের হাত বাড়িয়েছেন তিনি।
আরও পড়ুন : ইঞ্জেকশনের দাম ১৬ কোটি টাকা! হাতে আর মাত্র ৭ মাস, বিরল রোগে আক্রান্ত এই শিশুটিকে বাঁচান
আরও পড়ুন : অরিজিৎ সিংয়ের প্রথম স্ত্রী কে? কাকে ডিভোর্স দিয়ে কোয়েলকে বিয়ে করেছেন অরিজিৎ?
অরিজিৎ সিং এর এমন উদারতার পরিচয় এর আগেও বহুবার পেয়েছে নেটপাড়া। অস্মিকার জন্য তিনি যা করেছেন তা প্রচার করেননি। কিন্তু তিনিও যে অস্মিকার জীবন যুদ্ধে শামিল হয়েছেন এ কথা জেনে তার প্রশংসায় পঞ্চমুখ সকলে। অরিজিতকে ‘প্রকৃত মানুষ’ বলছেন নেট নাগরিকরা।