সিরিয়ালের শুরুতেই ট্রোলের বন্যা! বেঙ্গল টপার হয়ে ট্রোলারদের যোগ্য জবাব দিলেন ‘পরিণীতা’র পারুল

সিরিয়ালের শুরুতেই ব্যাপক ট্রোলের শিকার হতেন জি বাংলার ‘পরিণীতা’ সিরিয়ালের পারুল ওরফে বাংলা সিরিয়ালের নবাগতা নায়িকা ঈশানী চট্টোপাধ্যায়। কিন্তু সব সিরিয়ালকে পেছনে ফেলে বর্তমানে তার সিরিয়ালই এখন বেঙ্গল টপার। প্রথম থেকেই টিআরপি তালিকায় সেরা তিনের মধ্যে ঠাঁই করে নিয়েছিল ‘পরিণীতা’। তা সত্ত্বেও নায়িকাকে শুনতে হয়েছে অনেক কটাক্ষ। বেঙ্গল টপার হয়ে অবশেষে সব অপমানের জবাব দিলেন ঈশানী।

উদয় প্রতাপ সিংহের সঙ্গে জুটি বেঁধে ঈশানী পা রেখেছেন বাংলা টেলিভিশনের পর্দায়। এটাই তার প্রথম সিরিয়াল। অন্যদিকে নায়ক থেকে সরে গিয়ে পার্শ্ব চরিত্র করতে করতে হঠাৎ করে আবার নায়ক হয়ে উঠেছেন উদয়। কাজেই নিজেদের প্রমাণ করা অনেক বড় চ্যালেঞ্জ ছিল এই জুটির সামনে। তবে তাতে সম্মানে পাশ করেও গিয়েছেন ঈশানী এবং উদয়। প্রথম দিকে যে দর্শকরা তাদের নিয়ে ট্রোল করতেন, এখন তারাই এই সিরিয়ালের বড় ফ্যান হয়ে উঠেছেন।

Parineeta

গত সপ্তাহে টিআরপি তালিকায় সবাইকে পেছনে ফেলে বেঙ্গল টপার হয়েছে পরিণীতা। এই সাফল্যের পর সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, “আজকের সেটে প্রায় কেউই নেই, তাই সবাই মিলে একসঙ্গে মজা করতে পারছি না। তবে সবাই দারুন খুশি, মিষ্টি খাওয়া হবে নিশ্চয়ই। তবে শুধুই সাফল্যকে মনে রাখলেই হবে না, আমাদের আরও পরিশ্রম করতে হবে, যাতে দর্শকের একইভাবে ভালবেসে যান এই ধারাবাহিক।”

আরও পড়ুন : বাংলা সিরিয়ালের সেরা নায়ক কে? নামটা না শুনলে বিশ্বাস হবে না

Parineeta

আরও পড়ুন : জগদ্ধাত্রী সিরিয়ালের ছোট্ট কাঁকন আসলে কে? রইল জি বাংলার খুদে অভিনেত্রীর আসল পরিচয়

সেই সঙ্গে তিনি জানিয়েছিলেন তার নিরাপত্তাহীনতার কথাও। ঈশানী বলেন, “প্রথমদিকে যা ট্রোলিং হচ্ছিল, ভেবেছিলাম দর্শকেরা হয়তো আমায় মেনেই নেবেন না। কিন্তু ধীরে ধীরে ‘পারুল’কে দর্শকেরা ভালবাসতে শুরু করেন। আমি হয়তো খানিকটা হলেও ফুটিয়ে তুলতে পারছি এই চরিত্র এবং অবশ্যই বাকি সকলেই দারুণ কাজ করছেন। তাই পারুলকে অর্থাৎ আমাকে ভরসা করতে শুরু করেন দর্শকেরা। আশা করি পরবর্তী সময়েও পারুলকে বিশ্বাস করবেন তাঁরা। তাই খুশি তো হচ্ছি ঠিকই, কিন্তু এটা নিয়েই মেতে থাকলে আমার কাজের ক্ষতি হতে পারে। কাজটা সবার আগে ভাল করে করার চেষ্টা করছি। ভালবাসাটাও নেব আবার খারাপ করলে সমালোচনাও মাথা পেতে নেব। আপাতত আরও ভাল কাজ করতে চাই, যাতে দর্শকরা সব সময় এভাবেই ভালবাসতে পারেন।”