অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন রুবেল দাস এবং শ্বেতা ভট্টাচার্য। ১৯শে জানুয়ারি বৈদিক মতে বিয়ে করলেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় এই তারকা জুটি। বিগত বেশ কিছুদিন ধরেই টেলিভিশন মিডিয়ার এই হাই প্রোফাইল জুটির বিয়ে নিয়ে চর্চা ছিল তুঙ্গে। তাদের আইবুড়োভাত থেকে মেহেন্দি, গায়ে হলুদের নানা ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। অবশেষে সোশ্যাল মিডিয়াতে চলে এল রুবেল এবং শ্বেতার বিয়ের রাতের ছবি। কেমন দেখতে লাগছিল দুজনকে?
বিয়ের দিন সাবেকি সাজে সাজবেন আগেই এ কথা জানিয়ে রেখেছিলেন শ্বেতা। সেই মত লাল টুকটুকে বেনারসি, লাল ব্লাউজ, লাল ওড়না ও গা ভর্তি সোনার গয়নার সাজে একেবারে আপাদমস্তক বাঙালি কনে সেজেছিলেন তিনি। আর সাদা রঙের সিল্কের পাঞ্জাবি এবং ধুতি পরে বিয়ে করতে এসেছিলেন রুবেল। তবে তাদের বিয়েটা কিন্তু চিরাচরিত বাঙালি বিয়ের প্রথা মেনে হয়নি। মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিকের পৌরহিত্যে বৈদিক মতে বিয়ে হয়েছে তাদের।
বৈদিক মতের এই বিয়েতে কন্যাদান হয় না। মন্ত্র পাঠ ও গানের মাধ্যমে বিয়ের আচার অনুষ্ঠান পালন হয়। তাতে মালাবদল থেকে সিঁদুর দান সবই হয়। তবে বৈদিক বিয়ের নিয়ম মেনে রুবেলের কপালেও সাম্যের সিঁদুর পরিয়ে দিয়েছিলেন শ্বেতা। তারপর একে একে মালাবদল, খই পোড়ানো ইত্যাদি সব রীতি তারা পালন করেন। বিয়ের পর তাদের একাধিক ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।
আরও পড়ুন : কোথায় হবে রুবেল-শ্বেতার বউভাত? রিসেপশনের এক রাতের খরচ কত?
View this post on Instagram
আরও পড়ুন : বিয়ের পিঁড়িতে বসছেন গীতশ্রী রায়, পাত্র কে?
রবিবার দমদমে ইমামি সিটির বিপরীতে রাজা প্যালেসে শ্বেতা এবং রুবেলের বিয়ের আসর বসেছিল। পরিবার এবং কাছের বন্ধুদের আমন্ত্রণ জানিয়েছিলেন তারা। কনের সাজে সেজে ফুলের আচ্ছাদনের নিচে ‘সাইয়া সুপারস্টার’ গানে নাচতে নাচতে বিয়ে করতে ঢোকেন শ্বেতা। আর প্রসেনজিতের ‘চোখ তুলে দেখ না’ গানে নাচতে নাচতে বিয়ের মঞ্চে ঢোকেন রুবেল। ‘যমুনা ঢাকি’ সিরিয়াল করতে গিয়েই দুজনের প্রেম হয়। আসলে শ্বেতা এবং রুবেল ছোটবেলার বন্ধু ছিলেন। যে সময় তারা সিরিয়াল করছিলেন তখন শ্বেতার ৯ বছরের সম্পর্ক ভেঙেছিল। রুবেল সেই সময় তার পাশে থাকেন। সেই থেকে তাদের দীর্ঘ ৪ বছরের সম্পর্ক পূর্ণতা পেল বিয়েতে।
View this post on Instagram