বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাইরাল হয়েছেন অনেকে। সাধারণ মানুষের কাছে তারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। যাদের পোস্ট করা ভিডিও দেখে মানুষ আনন্দ পান। এরকমই একজন সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার হলেন মহুয়া গাঙ্গুলী। এই বাঙালির গৃহবধূ স্বামী এবং সন্তানদের নিয়ে থাকেন আমেরিকায়। তবে জানেন কি মহুয়ার স্বামী মানিক গাঙ্গুলী আমেরিকাতে আসলে কী করেন?
প্রবাসে সুখের সংসার মহুয়ার। তার সেই প্রবাসের ঘরকন্না তিনি কেমনভাবে করেন, কেমন সংসার করেন, সেইসব ছোটখাটো ভিডিও দিতে দিতেই এখন তিনি বেশ নামী একজন ইউটিউবার। ইউটিউবার মহুয়াকে তো সকলেই চেনেন। তার ‘প্রবাসে ঘরকন্না’ চ্যানেলের ভিডিওতে বহুবার তার পরিবারকে দেখেছেন সকলে। দেখেছেন তার স্বামীকেও। কিন্তু কোন পেশার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি? তার বেতনই বা কত? এর আগে আমাদের ওয়েবসাইটে মহুয়ার আয় সম্পর্কে জানিয়েছিলাম আপনাদের। আজ জানাবো মহুয়ার স্বামীর পেশা এবং আয় সম্পর্কে।
মহুয়ার স্বামী কী করেন?
ইউটিউবে ভিডিও বানিয়ে মহুয়া মাসে কয়েক লাখ টাকা উপার্জন করেন। তবে তার থেকেও অনেক গুণে বেশি টাকা রোজগার করেন তার স্বামী। তিনি বিদেশের একটি বেসরকারি কোম্পানিতে বেশ উচ্চপদে কর্মরত রয়েছেন। পেশায় তিনি একজন ইঞ্জিনিয়ার। বহু বছর ধরে তিনি আমেরিকাতে কাজ করছেন। প্রথমে অবশ্য তিনি বেঙ্গালুরুতে কাজ করতেন। তারপর সেখান থেকে ক্যালিফোর্নিয়াতে চলে যান পরিবার নিয়ে। বর্তমানে সেখানকারী একটি কোম্পানিতে ডিরেক্টর পদে রয়েছেন মানিকবাবু।
আরও পড়ুন : ‘ছিঃ ছিঃ ছিঃ রে ননী!’ ভাইরাল গানটির বাংলা মানে কি?
আরও পড়ুন : গৃহবধূ থেকে ইউটিউবার! মাসে কত আয় করেন ‘প্রবাসে ঘরকন্না’র মহুয়া?
মহুয়ার স্বামীর বেতন কত?
মানিক বাবু যে পদে রয়েছে তাতে প্রতিমাসে বেশ মোটা টাকা উপার্জন করেন তিনি। আমেরিকার যে সিস্টেম তাতে ওই পদে ওই দেশে যারা চাকরি করেন তাদের আয় থাকে বছরে আনুমানিক ৪ লক্ষ ডলারেরও বেশি। ভারতীয় মুদ্রায় অংকটা দাঁড়াবে ৩ কোটি ৫০ লক্ষ টাকার আশেপাশে। তবে আমেরিকাতে থাকলেও ভারতীয় সংস্কৃতি এবং নিজের মাটির টান ভোলেননি মহুয়া ও তার স্বামী। ছেলেমেয়েরা ওই দেশের মাটিতে বড় হলেও তাদেরও শিকড়ের সঙ্গে জুড়ে রেখেছেন মহুয়া এবং মানিক।