জগদ্ধাত্রী সিরিয়ালের ছোট্ট কাঁকন আসলে কে? জি বাংলার এই খুদে অভিনেত্রীর অভিনয়ে মুগ্ধ দর্শকরা। কৌশিকী চক্রবর্তীর বোবা মেয়ের চরিত্রে তার অভিনয় দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে। আজ আপনাদের আলাপ করাবো জি বাংলার এই খুদে অভিনেত্রীর সঙ্গে।
ছোট্ট কাঁকনের চরিত্রে অভিনয় করছিল দেবাঙ্গনা ফৌজদার। সম্প্রতি জগদ্ধাত্রী লিপ নেওয়াতে কাঁকন বড় হয়ে গিয়েছে। যার ফলে বাদ পড়েছে দেবাঙ্গনা। তবে ছোট্ট এই অভিনেত্রীর অভিনয় দর্শকরা খুবই পছন্দ করেছেন। বোবা কাঁকনের চরিত্রটাকে সুন্দর করে পর্দায় ফুটিয়ে তুলেছিল দেবাঙ্গনা। এই অসাধারণ অভিনয় দক্ষতার জন্য জগদ্ধাত্রীর পরপরই নতুন সুযোগ এল তার হাতে।
সিরিয়াল থেকে সোজা টলিউড সিনেমাতে অভিনয়ের সুযোগ পেয়ে গেল দেবাঙ্গনা। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে টলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার এবং এশা সাহার সঙ্গে দুটি ছবি শেয়ার করেছে সে। পোষ্টের ক্যাপশনে লেখা “নতুন প্রজেক্ট, বিশেষ কিছু আসছে খুব তাড়াতাড়িই।”
আরও পড়ুন : আসছে স্টার জলসার নতুন সিরিয়াল চিরসখা! রইল প্রোমো
আরও পড়ুন : আসছে ‘মা’ সিরিয়ালের পার্ট টু! কবে কোন চ্যানেল মিললো বড় খবর
দেবাঙ্গনার এই পোস্ট দেখে বেশ আশাবাদী নেট নাগরিকরা। এতটুকু বয়সেই সিনেমার পর্দায় পাড়ি দিতে চলেছে দেবাঙ্গনা। ইতিমধ্যেই জগদ্ধাত্রীতে তার কাজ শেষ হয়েছে। এবার নতুন পথে পা বাড়ালো দেবাঙ্গনা। ইন্ডাস্ট্রিতে সে আরও অনেক দূর এগিয়ে যাক, এই প্রার্থনাই করছেন সকলে।