৫০০০ কোটির সম্পত্তির এক কানাকড়িও সন্তানদের দিতে পারবেন না সেইফ! কেন জানেন?

পাঁচ হাজার কোটি টাকার সম্পত্তি সেইফ আলি খানের। অথচ এর থেকে এক কানাকড়িও পাবেন না তার সন্তানরা। সারা আলি খান, ইব্রাহিম আলি খান, তৈমুর আলি খান এবং জেহ আলি খান, চার সন্তান সেইফের চোখের মণি। পতৌদি নবাব বংশের বংশধর তারা। পতৌদিদের হাজার হাজার কোটি টাকার সম্পত্তির উত্তরাধিকারী হতে পারতেন তারা। কিন্তু নবাবদের কোনও কিছুই তারা পাবেন না।

রিপোর্ট অনুসারে, এই মুহূর্তে ভারতে পতৌদিদের ৫ হাজার কোটি টাকার সম্পত্তি আছে। হরিয়ানাতে রয়েছে বিরাট পতৌদি প্যালেস। ভোপালেও বহু জায়গাতে সেইফের পৈত্রিক সম্পত্তি রয়েছে। বাবা মনসুর আলি খান পতৌদির মৃত্যুর পর নিয়ম রক্ষার্থে তার ছেলে সেইফকে ছোটে নবাব ঘোষণা করা হয়েছিল। কিন্তু নবাবদের এই সম্পত্তি সন্তানদের দিয়ে যেতে পারবেন না সেইফ। শুধু সেইফ নন, তার দুই বোন সাবা আলি খান এবং সোহা আলি খানও এত বিপুল সম্পত্তি থেকে কিছুই পাবেন না।

 Saif Ali Khan

আসলে পতৌদি পরিবারের সব সম্পত্তি বর্তমানে ভারত সরকারের একটি আইনের আওতায় রয়েছে। এর ফলে কেউ এই সম্পত্তির স্বত্ব দাবি করতে পারবেন না। যদি সারা, ইব্রাহিম, তৈমুর কিংবা জেহ ভবিষ্যতে এই সম্প্রতি দাবি করতে চান তাহলে তাদের উচ্চ আদালতে মামলা করতে হবে। প্রয়োজনে সুপ্রিম কোর্ট এবং রাষ্ট্রপতির শরণাপন্ন হতে হবে।

আরও পড়ুন : সইফ-অমৃতার বিয়ের সময় কত বয়স ছিল হবু বউ করিনার?

 Saif Ali Khan

আরও পড়ুন : সইফের উপর হামলা চালালো কে? হামলাকারীকে চিনে নিন এক্ষুনি

শোনা যায়, সেইফের ঠাকুরদা হামিদুল্লাহ খান তার সম্পত্তির কোনও উইল করে যাননি। সেইফের ঠাকুমার বংশধরেরা আবার পাকিস্তানে থাকেন। তারাও এই সম্পত্তি দাবি করতে পারেন। মোটকথা এই সম্পত্তি দাবি করলে যে আইনি জটিলতা দেখা দেবে তার মোকাবিলা করতে অনেক কাঠখড় পোড়াতে হবে পতৌদিদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে। তাই ৫ হাজার কোটি টাকার সম্পত্তি কার্যত একপ্রকার জলেই গিয়েছে নবাবদের।