হাড্ডাহাড্ডি লড়াই টিআরপিতে! কে হল বেঙ্গল টপার?

ফুলকি নয়, গীতাও বাদ। আবার কথা, জগদ্ধাত্রীরাও ডাঁহা ফেল। নতুন বছরের শুরুতেই কার্যত টিআরপি তালিকাতে ধামাকা করে দেখালো নতুন শুরু হওয়া সিরিয়াল। সবাইকে পেছনে ফেলে বেঙ্গল টপারের আসন দখল করে নিল জি বাংলাতে সদ্য শুরু হওয়া সিরিয়াল পরিণীতা। জি বাংলা এবং স্টার জলসার অন্যান্য সিরিয়ালের মধ্যে বাকিরা কে কোন জায়গা পেল? সেরা দশের তালিকাতে জায়গা পেল কারা? দেখে নিন এক নজরে।

টিআরপির সেরা ৫ এর তালিকায় রয়েছে কারা?

এই সপ্তাহে সবাইকে পেছনে ফেলে প্রথম স্থানে রয়েছে পরিণীতা। সিরিয়ালটির প্রাপ্ত নম্বর ৭.৮। দ্বিতীয় স্থানে রয়েছে ফুলকি। ফুলকির প্রাপ্ত নম্বর ৭.৭। তৃতীয় স্থানে আছে গীতা এলএলবি। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৭.৪। চতুর্থ স্থানে আছে কথা। কথা পেয়েছে ৭.৩ নম্বর। আর ৭.১ নম্বর পেয়ে পঞ্চম স্থানে রয়েছে জগদ্ধাত্রী।

Rangamati Tirandaj

এরপর রাঙামতি তীরন্দাজ এবং কোন গোপনে মন ভেসেছে সিরিয়াল দুটি ৭ নম্বর পেয়ে ষষ্ঠ স্থান পেয়েছে। সপ্তম স্থানে আছে উড়ান। উড়ানের প্রাপ্ত নম্বর ৬.৮। অষ্টম স্থানে আছে গৃহপ্রবেশ। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.১‌। নবম স্থানে রয়েছে শুভ বিবাহ। সিরিয়ালটি পেয়েছে ৬ নম্বর। মিত্তির বাড়ি, আনন্দী এবং তেঁতুল পাতা, ৫.৭ নম্বর পেয়ে দশম স্থানে রয়েছে এই তিনটি সিরিয়াল।

আরও পড়ুন : হয়ে গেল অন্তিম দিনের শুটিং! বন্ধের মুখে স্টার জলসার এই সিরিয়াল

Sa Re Ga Ma Pa Bangla

আরও পড়ুন : বাংলা সিরিয়ালের সেরা নায়ক কে? নামটা না শুনলে বিশ্বাস হবে না

নন ফিকশন শোয়ে এগিয়ে কে?

ননফিকশনের মধ্যে সারেগামাপা গত সপ্তাহে পেয়েছে ৫ নম্বর। খুব শীঘ্রই এই রিয়েলিটি শোয়ের পথ চলা শেষ হবে। ফেব্রুয়ারি কিংবা মার্চ মাসের মধ্যেই গ্র্যান্ড ফিনালে হয়ে যাবে। সেমিফাইনাল এপিসোডের শুটিং এরই মধ্যে হয়ে গিয়েছে।