সইফ আলি খান (Saif Ali Khan) এবং অমৃত সিংয়ের (Amrita Singh) বিয়ের সময় কত বয়স ছিল করিনা কাপুরের (Kareena Kapoor)? শুনলে বিশ্বাসই করতে পারবেন না। সইফ ও অমৃতার বিয়ের নেমন্তন্ন খেতে গিয়েছিলেন করিনা। তখন তার বয়স ছিল খুবই কম। আর পাঁচটা শিশুর মতই সইফ তাকে ডাকতেন ‘বেটা’ বলে। আর সেই করিনাই কিনা বর্তমানে সইফের দ্বিতীয় স্ত্রী। দুজনের বয়সের পার্থক্যটাও চোখে পড়ার মত।
সইফ যখন অমৃতাকে বিয়ে করেন তখন তার বয়স ছিল মাত্র ২১ বছর। অমৃতা তার থেকে বয়সে অনেকটাই বড় ছিলেন। পরিবারের অমতে মাকে না জানিয়েই অমৃতাকে বিয়ে করেছিলেন সইফ। প্রথমে পতৌদি পরিবার এই বিয়ে মেনে নেয়নি। কিন্তু পরে সইফের কথা ভেবে অমৃতাকে বউ হিসেবে মেনে নেন পতৌদিরা। বেশ বড় করে রিসেপশন পার্টির আয়োজন করা হয়েছিল সইফের বাড়ি থেকে। সেখানে বলিউডের নামিদামি তারকারা আমন্ত্রিত ছিলেন। কাপুর পরিবারের সঙ্গে ছোট্ট করিনাও সইফের বিয়ের ভোজ খেতে আসেন। তখন তার বয়স ছিল মাত্র ১০ বছর।
১০ বছরের করিনা যখন সইফ এবং অমৃতাকে শুভেচ্ছা বার্তা জানাতে যান তখন সইফ তাকে বলেন, “ক্যাইসে হো বেটা?” এর কয়েক বছর পরই করিনা হয়ে যান সইফের দ্বিতীয় স্ত্রী। আসলে অমৃতার সঙ্গে তার সম্পর্কটা সুখের হয়নি। দু-দুটি সন্তানের পরেও অসুখী দাম্পত্য ছিল দুজনের মধ্যে। শেষ পর্যন্ত ডিভোর্স নিয়ে আলাদা হয়ে যান দুজনে। তারপর বেশ কয়েক বছর একাই ছিলেন সইফ। প্রথম বিয়ে ভেঙ্গে যাওয়ার বেশ কয়েক বছর পর আবার নতুন করে প্রেমে পড়েন সইফ। করিনা আসেন তার জীবনে।
আরও পড়ুন : কত সম্পত্তির মালিক সেইফ আলি খান? প্রকাশ্যে এল ছোটে নবাবের সম্পত্তির খতিয়ান
আরও পড়ুন : অমৃতাকে দু-চোখে সহ্য করতে পারতেন না! শর্মিলার কলকাঠিতেই ভেঙেছিল সইফ-অমৃতার বিয়ে
বলা হয় টশন সিনেমা করার সময় নাকি করিনার সঙ্গে সইফের আলাদা সম্পর্ক গড়তে শুরু করে। তাদের মধ্যে প্রেম হয় এবং তারা বিয়ের সিদ্ধান্ত নেন। ওই সময় নাকি সদ্য শাহিদ কাপুরের সঙ্গে ব্রেকআপ হয়েছিল করিনারও। সইফকে কাপুর পরিবারের সদস্যরাও জামাই হিসেবে মেনে নিতে আপত্তি করেননি। আর করিনাকে পুত্রবধূ হিসেবে মানতে আপত্তি ছিল না শর্মিলারও। বর্তমানে তারা সুখী দম্পতি। দুই সন্তান জেহ এবং তৈমুরকে নিয়ে তাদের সংসার বেশ ভালই এগোচ্ছে।