একসময় ছিলেন বলিউড হিরো, আজ পেটের দায়ে কাজ করছেন পেট্রোল পাম্পে

ঐশ্বর্য রাইয়ের (Aishwarya Rai) নায়ক হয়ে শুরু করেছিলেন কেরিয়ার। এখন পেটের দায়ে পেট্রোল পাম্পে কাজ করছেন বলিউডের (Bollywood) এই অভিনেতা। কেউ মনে রাখেনি দক্ষিণী তারকা আব্বাসের (Abbas)নাম। যিনি একসময় কলিউডের একাধিক সুপারহিট সিনেমার নায়ক ছিলেন। কিন্তু একটি ভুল সিদ্ধান্ত তার কেরিয়ার নষ্ট করে দিল।

‘প্রিয়ুরালু পিলিচিন্ডি’, জনপ্রিয় এই তামিল সিনেমায় ঐশ্বর্যের বিপরীতে নায়ক ছিলেন আব্বাস। সিনেমাটি বেশ হিট হয়। এছাড়াও তামিল এবং তেলেগুতে অনেক হিট সিনেমার নায়ক হয়েছিলেন আব্বাস। কিন্তু সমস্যা দেখা দিল যখন তিনি বলিউড হিরো হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বাইতে এলেন। এটাই ছিল তার জীবনের সবথেকে বড় ভুল।

Abbas

বলিউডে কাজ করতে চেয়ে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে নতুন জার্নি শুরু করেন আব্বাস। কিন্তু বলিউডি দর্শকদের মন জয় করতে পারেননি তিনি। বাধ্য হয়ে বেশ কিছু সিনেমাতে পার্শ্ব চরিত্রেও কাজ করতে শুরু করেন তিনি। কিন্তু কিছুতেই সাফল্যের মুখ দেখতে পাচ্ছিলেন না।

আরও পড়ুন : বিয়ে না করেই বিধবা! আজীবন সাদা শাড়ি পরে কাটিয়ে দিলেন এই বলিউড অভিনেত্রী 

Abbas

আরও পড়ুন : এই মেয়ের জন্যই আজও অবিবাহিত সালমান খান! প্রকাশ্যে এল সেই নারীর পরিচয়

হতাশ হয়ে আব্বাসকে আবার ফিরে যেতে হয় দক্ষিণে। কিন্তু সেখানেও ক্রমশ ক্যামিও চরিত্রই পেতে শুরু করেন তিনি। শেষে অভিনয় ছেড়ে নিউজিল্যান্ড চলে যান আব্বাস। সেখানে একটি পেট্রোল পাম্প খোলেন কিন্তু টাকার অভাবে সেটাও বন্ধ হয়ে যায়। এত কিছু সত্বেও মনোবল হারাননি আব্বাস। বর্তমানে তিনি মোটিভেশনাল স্পিকার হিসেবে কাজ করছেন। বর্তমানে তিনি সেখানেই রয়েছেন। অভিনয় দুনিয়াতে আর ফিরে আসেননি।