খাদানের সাফল্যে হিংসেয় জ্বলছেন রাজ! নাম না করেই কড়া জবাব দিলেন দেব

মুক্তির পর থেকেই একের পর এক ছক্কা হাঁকাচ্ছে দেবের খাদান (Khadaan)। তবে দেবের (Dev) এই সাফল্য কার্যত ইন্ডাস্ট্রির অভ্যন্তরেই কিছু কিছু মানুষের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। দেবের খাদান এবং রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) সন্তান (Shontaan), এই দুটো সিনেমা প্রায় একই সময়ে মুক্তি পেয়েছে। কাজেই দুটো সিনেমার মধ্যে টক্কর বাঁধাই স্বাভাবিক। যদিও খাদান সন্তানকে অনেকখানি গোল দিয়ে এগিয়ে গিয়েছে। খাদান বনাম সন্তানের লড়াই প্রথম থেকেই টলিউডের হট টপিক ছিল। সরাসরি সংঘাতেও জড়িয়েছেন টলিউডের দুই মাথা দেব এবং রাজ।

খাদানকে সফল করার জন্য গোটা বাংলা জুড়ে ট্যুর করেছিলেন দেব। সেই সময় রাজ চক্রবর্তী দেবের এই পদক্ষেপকে কটাক্ষ করেছিলেন বলে অভিযোগ ওঠে। রাজ বলেছিলেন যদি ছবি ভালো হয় তাহলে তার প্রচারের প্রয়োজন পড়ে না। খারাপ ছবি হলেই প্রমোশন লাগে। এরপরই দেব ভক্তরা রাজের বিরুদ্ধে সোচ্চার হন সোশ্যাল মিডিয়ায়। রাজ নাকি খাদানকে ‘খারাপ ছবি’ বলেছেন প্রকারন্তরে। শুধু রাজ নয়, সন্তানের অভিনেতা ঋত্বিক চক্রবর্তীও খাদানের রিভিউ নিয়ে ‘ফেসবুক বোদ্ধা’দের বুদ্ধি ও বিচার নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এতদিনে তার জবাব দিলেন দেব।

Khadaan

বর্তমানে টলিউডের সেরা হিট সিনেমার তালিকায় নাম তুলে ফেলেছে খাদান। মুক্তির এক মাসের মধ্যেই এই সিনেমার আয় সতেরো কোটি গণ্ডি পেরিয়ে গিয়েছে। আর কিছুদিন পরেই খাদান আন্তর্জাতিক স্তরে দুবাইতে মুক্তি পাবে। খাদানের এই সাফল্যের মাঝে আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে দেব বলেন, ‘‘আমাকে নিয়ে বলা হয়েছিল, খারাপ ছবি হলে সবথেকে বেশি প্রমোশন লাগে। আমারই বন্ধু পরিচালক বলেছিলেন কথাটা। তখনও আমার কাছে বিষয়টি নিয়ে জিগ্গেস করেছিলেন আপনারা, আমি কিছু বলিনি। তবে কাজই তো সব জবাব দেবে। তো কে ট্রোল করছে, কী করছে আমি সেখানে মাথা ঘামাই না। সবসময় বিশ্বাস করি, আমার কাজ আমার জবাব দেবে। আর আমি তাই করে এসেছি। যাঁরা একটা সময় আমায় ট্রোল করত, তারা টিকিট কেটে প্রথমদিন গিয়ে আমার ছবি দেখে। তো এটাই তো পাওয়া।’’

আরও পড়ুন : খাদানে দেবের এই বিড়ি স্টান্টে ৫৫ বার ঠোঁট পুড়িয়েছেন দেব!

Khadaan

আরও পড়ুন : ফিরিয়েছেন খাদান সিনেমার প্রস্তাব, দেবের সঙ্গে কেন কাজ করতে চাননি বনি সেনগুপ্ত?

শুধু তাই নয়, সম্প্রতি দেব ভক্তরা টার্গেট করেছিলেন শিবপ্রসাদ মুখার্জীকেও। দেবের সঙ্গে সিনেমার রিলিজ করার অভিযোগ তুলে বহুরূপী পরিচালককে রীতিমতো হুমকি দেন তারা। এমনকি তার স্ত্রীর ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেওয়া হয়। এর জবাব দিতে গিয়ে দেব বলেছেন, ‘‘এখানে আমার, আমার ছবির বা আমার টিমের কোনও অবদান নেই। আমি চাই না কেউ কাউকে ট্রোল করুক। তবে যেভাবে সোশ্যাল মিডিয়া এগোচ্ছে, সেখানে সকলেই ট্রোল হয়। প্রতিটা মানুষ ট্রোল হয়। তবে এখানে স্পেশালে আমাকে ট্যাগ করা হচ্ছে। সত্যি কথা বলতে আমি এগুলোকে উৎসাহ দিই না।’’